Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৬ ডিসেম্বর ২০২১ ই-পেপার

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত অন্তত ১২ জওয়ান

সংবাদ সংস্থা
০৪ মে ২০১৭ ০০:৩০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সুকমার ঘা এখনও শুকোয়নি। তল্লাশি অভিযান চালানোর সময় এ বার নিরাপত্তা বাহিনীর গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। বুধবার মহারাষ্ট্রের গড়চিরৌলির ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জওয়ান।

মহারাষ্ট্র পুলিশের এক পদস্থ কর্তা জানান, ওই দিন গড়চিরৌলিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল সি-৬০ ফোর্সের জওয়ানরা। ভামরাগড় জেলার উপর দিয়ে যাওয়ার সময়ই ওই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।

এ দিনই গড়চিরৌলিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। তাতে একজন সিআরপিএফ জওয়ান এবং মহারাষ্ট্র পুলিশের দুই কর্মী জখম হন। এই ঘটনার পরই তল্লাশি অভিযানে নামে সি-৬০ ফোর্সের জওয়ানরা।

Advertisement

গত ২৪ এপ্রিল ছত্তীসগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন ৭ জন জওয়ান।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখার ওপারে চলে গিয়েছে রক্তের দাগ, বিদেশ মন্ত্রকে তলব পাক দূতকে

আরও পড়ুন

Advertisement