Advertisement
E-Paper

কামানের গোলায় বসানো র‌্যামজেট ইঞ্জিন! বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে আসছে দ্বিগুণ শক্তিশালী অস্ত্র

বর্তমানে ভারতীয় সেনা সুইডেনের বফর্স এফএইচ৭৭বি০২ হবিট, মার্কিন এম-৭৭৭-এর পাশাপাশি দেশে তৈরি ধনুষ এবং এটিএজিএস (অ্যাডভান্সড টোওড আর্টিলারি গান সিস্টেম) ১৫৫ এমএম হাউইৎজার ব্যবহার করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৭:০১
Indian Army to be world’s first to use Ramjet-Powered 155 Mm Artillery Shells

র‌্যামজেট চালিত গোলা। ছবি: সংগৃহীত।

সামরিক গবেষণার ইতিহাসে নতুন নজির গড়তে চলছে ভারত। বিশ্বে প্রথম বার র‌্যামজেট ইঞ্জিন চালিত গোলা ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী।

আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, ‘আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’ (এআরডিই) এবং ‘রিসার্চ সেন্টার ইমারত’ (আরসিআই)-এর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পরে ১৫৫ এমএম হাউইৎজার কামানের জন্য নির্মাণ করা হয়েছে র‍্যামজেট গোলা। গতিবেগ, পাল্লা এবং বিস্ফোরণ ক্ষমতার নিরিখে যা প্রচলতি গোলার (সামরিক পরিভাষায় ‘আর্টিলারি সেল’) দ্বিগুণেরও বেশি ক্ষমতাশালী।

বর্তমানে ভারতীয় সেনা সুইডেনের বফর্স এফএইচ৭৭বি০২ হবিট, মার্কিন এম-৭৭৭-এর পাশাপাশি দেশে তৈরি ধনুষ এবং এটিএজিএস (অ্যাডভান্সড টোওড আর্টিলারি গান সিস্টেম) ১৫৫ এমএম হাউইৎজার ব্যবহার করে। কোনওটিতে ব্যবহৃত গোলার পাল্লাই ৪০ কিলোমিটারের বেশি নয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ স্লোগান অনুসরণ করে দেশীয় প্রযুক্তিতে নির্মিত র‍্যামজেট গোলার পাল্লা হবে এর দ্বিগুণেরও বেশি। বস্তুত, সম্প্রতি সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থা পরীক্ষামূলক ভাবে ১৪০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা নিক্ষেপ করেছে।

সাধারণ ‘গাইডেড আর্টিলারি সেল’-এর তুলনায় দ্বিগুণ গতিবেগসম্পন্ন হওয়ায় নতুন এই গোলা শত্রুর ডেরাতেও নিমেশে আঘাত হানতে পারবে। গত বছর অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ, ভারতীয় সেনা ‘অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস) থেকে ৮০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা প্রদর্শন করেছিল। এ বার তার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে।

Indian Defence System Indian Army DRDO Artillery Gun Bofors Defence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy