গুজরাতের একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন ভিতরে থাকা আবাসিকরা। জামনগর এলাকার ওই হোটেলটির নাম অ্যালেন্টো হোটেল। বৃহস্পতিবার রাতে সেখানে আগুন লাগে। পুলিশের আশঙ্কা ভিতরে অন্তত ২৫ জন আবাসিক আটকে থাকতে পারেন।
আগুন লাগার খবর জানাজানি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনালস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে হোটেলে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হোটেলের ভিতরে আটকে থাকা ২৫ জন আবাসিকের সকলেই সুরক্ষিত।
#WATCH | A fire broke out in a hotel in Gujarat's Jamnagar. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/bxCPPe3Cec
— ANI (@ANI) August 11, 2022