ভয়াবহ ধসের কবলে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক। শনিবার জাতীয় সড়কের ঢাল্লি টানেলের কাছে ধস নামে। রাস্তার দাঁড়িয়ে থাকা ছ’টি গাড়ি ধসে চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে কোনও প্রাণহানির খবর মেলেনি। যদিও, পুলিশ ও উদ্ধারকারী দলের তরফে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। উদ্ধার কাজ না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ। কারণ, পার্ক করে রাখা যে গাড়িগুলো ধসের মধ্যে পড়েছে, সেগুলিতে কেউ ছিলেন কি না, সে বিষয় নিশ্চিত নন উদ্ধারকারীরা।