সাধারণতন্ত্র দিবসের দিন কোনও আমিষ খাবার বিক্রি করা যাবে না। বন্ধ রাখতে হবে মাছ, মাংস, ডিম বিক্রি। এমনটাই নির্দেশিকা জারি হয়েছে ওড়িশার কোরাপুট জেলায়। এই নিষেধাজ্ঞা জারি করেছেন খোদ জেলাশাসক মনোজ সত্যবন মহাজন।
কোরাপুটের প্রত্যেক তহসিলদার, বিডিও এবং অন্য সরকারি নির্বাহী আধিকারিকদের কাছে শুক্রবার এই মর্মে একটি চিঠি পাঠান তিনি। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৬ জানুয়ারি দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে কোরাপুটে মাছ, মাংস, ডিম এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করতে হবে। সেই মতো প্রত্যেক আধিকারিককে নিজ নিজ এলাকায় বিজ্ঞপ্তি জারি করার জন্য বলা হয়েছে ওই চিঠিতে।
আগামী ২৬ জানুয়ারি আমিষ খাবারের উপরে এক দিনের এই নিষেধাজ্ঞার কথা আপাতত ওড়িশার শুধু একটি জেলাতেই প্রকাশ্যে এসেছে। পড়শি রাজ্যের অন্য জেলাগুলিতেও একই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ওড়িশার কোরাপুট জেলা প্রশাসন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন:
ওড়িশার মতো অপর এক বিজেপিশাসিত রাজ্যেও সম্প্রতি এমনই এক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের অযোধ্যাধাম এলাকায় বিভিন্ন হোটেল এবং রেস্তরাঁয় আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি অনলাইনেও কোনও আমিষ খাবার ডেলিভারি করা যাবে না। কোনও অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা এই নিয়ম ভাঙলে, তাদের বিরুদ্ধে জরিমানাও করা হবে বলে জানান কর্তৃপক্ষ। গত ১০ জানুয়ারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অযোধ্যার ফুড কমিশনার মানিকচন্দ্র সিংহ।