Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিহার-ঝাড়খণ্ডে মৃদু ভূমিকম্প

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বিহার-ঝাড়খণ্ডের মাটি। মঙ্গলবার সকাল ৮টা ৫ নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং ভূমিকম্পের উত্সস্থল ঝাড়খণ্ডের দেওঘর বলে জানিয়েছেন রাঁচির আবহাওয়া দফতরের আধিকারিক বিনয় কুমার মণ্ডল।

আর্যভট্ট খান
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৪২
Share: Save:

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বিহার-ঝাড়খণ্ডের মাটি। মঙ্গলবার সকাল ৮টা ৫ নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং ভূমিকম্পের উত্সস্থল ঝাড়খণ্ডের দেওঘর বলে জানিয়েছেন রাঁচির আবহাওয়া দফতরের আধিকারিক বিনয় কুমার মণ্ডল। কম্পন স্থায়ী হয় ৫-৬ সেকেন্ড। এ দিনের কম্পনের উত্সস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে কম্পনের উত্সস্থল দেওঘরের কোথায় তা জানার চেষ্টা করছেন ভূবিজ্ঞানীরা।
ক্ষয়ক্ষতির কোনও বিস্তারিত খবর এখনও জানা যায়নি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে গোটা ঝাড়খণ্ডে। বাড়িঘর কেঁপেছে দুমকা, পাকুর, দেওঘর, ধানবাদ-সহ গোটা ঝাড়খণ্ডে। কম্পন টের পাওয়া গিয়েছে বিহারের কয়েকটি এলাকাতেও। কেঁপে উঠেছে আসানসোল-জামুরিয়াও। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় অনেককে। দেওঘরের কয়েকটি স্কুলের দেওয়ালে চিড় দেখা যায়। ছুটি দেওয়া হয় স্কুলগুলিতে। ফিরে যেতে বলা হয় পড়ুয়াদের।

পড়ুন: • ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে মৃত ৭০, কাঁপল উত্তর ভারতও

• ভূমিকম্পে হুড়মুড়িয়ে নেমে এল ধস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jharkhand bihar eathquake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE