Advertisement
E-Paper

মেঘালয়ে ফের একক বৃহত্তম দল কংগ্রেস

আমপাটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে মেঘালয় বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২১। তার ফলে ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেসই হল একক বৃহত্তম দল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১৭:৩৫
মুকুল সাংমা ও মিয়ানি ডি শিরা (বাঁ দিকে)।- ফাইল চিত্র।

মুকুল সাংমা ও মিয়ানি ডি শিরা (বাঁ দিকে)।- ফাইল চিত্র।

আমপাটি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার কন্যার জয় দেশের অন্যান্য প্রান্তের মতো উত্তর-পূবার্ঞ্চলেও বিজেপি-র ‘অশ্বমেধের ঘোড়া’র লাগাম কিছুটা টেনে ধরল মেঘালয়ে আসনটি কংগ্রেসের হাত থেকে বিজেপির সমর্থনপুষ্ট শাসক জোট ছিনিয়ে নিতে পারল না।

আমপাটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে মেঘালয় বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২১। তার ফলে ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেসই হল একক বৃহত্তম দল। বিজেপির সমর্থন নিয়ে এখন যারা সরকার চালাচ্ছে মেঘালয়ে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র নেতৃত্বে সেই ৫ দলের জোটের বিধায়ক সংখ্যা এখন ৩৫। কিন্তু সেখানে জোটের প্রধান শরিক এনপিপি-র বিধায়ক রয়েছেন ২০ জন।

গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ২১টি আসনে। কিন্তু কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জিতেছিলেন দু’টি আসনে। আমপাটি আর সোংসাকে। আইন অনুযায়ী, জয়ী প্রার্থী একই সঙ্গে দু’টি আসন ধরে রাখতে পারেন না বলে সোংসাক আসনটি রেখে তাঁর ৫ বারের জেতা আসন আমপাটি ছেড়ে দিয়েছিলেন মুকুল সাংমা। ফলে, কংগ্রেসের আসন সংখ্যা কমে ২০ হয়েছিল।

আরও পড়ুন- শপথ নিলেন কনরাড, রয়ে গেল প্রশ্ন​

আরও পড়ুন- এভারেস্টের তিন গুণ লম্বা বেলেপাথরের গুহা মেঘালয়ে​

বিধানসভায় সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ছিল ৩১টি আসন। কংগ্রেস পিছিয়ে ছিল ১১টি আসনে। তাই এনপিপি বিধানসভা ভোটে ১৯টি আসন পেলেও বিজেপি-র সমর্থন নিয়ে তড়িঘড়ি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কনরাড সাংমার নেতৃত্বে সরকার গড়েছিল। সেই শাসক জোটে এনপিপি-র ১৯ বিধায়ক ছাড়াও রয়েছেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির ৬ জন, পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের ৪ জন, এইচএসপিডিপি এবং বিজেপি-র দু’জন করে বিধায়ক আর এক জন নির্দল বিধায়ক। পরে উইলিয়ামনগর কেন্দ্রে জিতে এনপিপি-র আসন সংখ্যা বেড়ে হয় ২০। ফলে, শাসক জোটের মোট বিধায়ক সংখ্যা হয় ৩৫। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩১টি আসনের চেয়ে ৪টি বেশি।

মুকুল আমপাটি আসনটি ছেড়ে দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়। তাতে কংগ্রেসের প্রার্থী হন মুকুল-কন্যা মিয়ানি ডি শিরা। তার ফলে, ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা ফের হল ২১।

Meghalaya Ampati Miani D Shira আমপাটি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy