আগামী মাসে জম্মু-কাশ্মীর সফরে গেলেও, পহেলগামে যাচ্ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্যেরা। প্রায় চার মাস আগে ওই সফরের কথা স্থির করা হয়েছিল। কিন্তু পহেলগামে জঙ্গি হামলার কারণে তা স্থগিত হয়ে যায়।
আজ সাইবার অপরাধ নিয়ে হওয়া স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের মতে, ১ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত ওই সফর হবে। মূলত জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সফর শুরু হবে জম্মুতে। শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখে কার্গিল হয়ে লে-তে চলে যাবে দলটি। তাৎপর্যপূর্ণ হল, সফরের যে প্রাথমিক তালিকা সাংসদেরা পেয়েছেন তাতে পহেলগামের কোনও উল্লেখ নেই।
এ দিকে আজকের বৈঠকে পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর চলাকালীন প্রতিবেশী দেশের সঙ্গে কী ভাবে সাইবার যুদ্ধ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের মতে, এ দিনের বৈঠকে উপস্থিত ‘ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার’ (এনআইসি) ও ‘ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার’ (এনসিআইআইপিসি)-এর প্রতিনিধিরা জানান, সে সময়ে একাধিক বার ভারতের সাইবার সুরক্ষা ব্যবস্থা ভাঙার চেষ্টা করেছিল শত্রু দেশের হ্যাকারেরা। বিশেষ করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ওয়েবসাইটের উপরে বেছে বেছে হামলা চালানো হলেও, ভারতের উন্নত নিরাপত্তা ব্যবস্থা সেই সব হামলা আটকে দেয়।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সচেতন হওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, কোনওই ব্যবস্থাই নিখুঁত নয়। তাই সকলেরই সাবধান থাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যখন ফি-দিন প্রযুক্তি পাল্টাচ্ছেতখন জনগণেরও সচেতন হওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খরচ বাঁচাতে নানা সমীক্ষার জন্য বেসরকারিসংস্থা ভাড়া করে থাকে কেন্দ্র।সেই সংস্থাকে অনেক ক্ষেত্রেই তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্য সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। ওই বেসরকারি সংস্থার হাতে ভারতবাসীর তথ্য কতটা সুরক্ষিত তানিয়ে আজ বৈঠকে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)