Advertisement
E-Paper

মিড ডে মিল বন্ধে সওয়াল নিজামের

সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে স্কুলে স্কুলে মিড ডে মিল বন্ধের দাবি তুললেন বিধায়ক নিজামউদ্দিন লস্কর। ওই মঞ্চে তখন হাজির ছিলেন হাইলাকান্দির জেলাশাসক-সহ প্রশাসনের কর্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৮:৪২

সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে স্কুলে স্কুলে মিড ডে মিল বন্ধের দাবি তুললেন বিধায়ক নিজামউদ্দিন লস্কর। ওই মঞ্চে তখন হাজির ছিলেন হাইলাকান্দির জেলাশাসক-সহ প্রশাসনের কর্তারা। আজ হাইলাকান্দিতে জেলাশাসকের দফতরে সরকারি প্রকল্পের কাজকর্মের অগ্রগতি নিয়ে বিভিন্ন দফতরের কর্মীদের বৈঠক করেন জেলাশাসক মলয় বরা। সেখানে উপস্থিত ছিলেন জেলার দুই বিধায়কও। আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন তাঁর বক্তব্যে সরকারি স্কুলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘সরকারি বিদ্যলয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার মূল কারণ মিড ডে মিল।’’ ওই কথা শুনে বৈঠকে গুঞ্জন ছড়ায়। এখানেই থেমে থাকেননি নিজামবাবু। তিনি বলেন, ‘‘ওই প্রকল্প চালু করা সরকারের ভূল সিদ্ধান্ত। আমি এর ঘোর বিরোধী। মিড ডে মিল প্রকল্প বাতিল করার জন্য অসম বিধানসভায় প্রস্তাব আনব।’’

মঞ্চে আসীন জেলাশাসক মলয় বরা, অতিরিক্ত জেলাশাসক অমলেন্দু রায়, জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক কে কে বড়ুয়া-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা তখন কার্য়ত হতবাক।

তবে হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর বক্তব্য রাখতে গিয়ে নিজামউদ্দিনের মন্তব্যকে আড়াল করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে মিড মে মিল প্রকল্প চালু হয়েছে। ওই প্রকল্প বন্ধ না করে তার বাস্তব রূপায়নের দিকেই সবাইকে নজর দিতে হবে।’’

বৈঠকে স্বাস্থ্য বিভাগের আশাকর্মী ও সমাজকল্যাণ বিভাগের অঙ্গনওয়াড়ি কর্মীরা তাঁদের বেতন-সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলাশাসক জানান, সরকারি সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌছতে পারে, সে জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। গ্রামের প্রসূতি মায়েদের দিকে নজর রাখতে আশাকর্মীদের নির্দেশ দেন।

Mid-day meal Authority school
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy