Advertisement
১১ মে ২০২৪

‘জয় শ্রীরাম’ না বলায় গায়ে আগুন

পুলিশ জানিয়েছে, খালিদ নামে ওই কিশোরের গায়ে আগুন লাগানোর ঘটনা ঘটে রবিবার রাতে। আপাতত সে বারাণসীর কবির চৌরা হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সংস্থা
চন্দৌলি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০১:৫৩
Share: Save:

‘জয় শ্রীরাম’ না বলায় আবার হামলার অভিযোগ উত্তরপ্রদেশে। অভিযোগ, চন্দৌলি জেলায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় ১৫ বছরের এক কিশোরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। অবশ্য যোগী আদিত্যনাথের পুলিশের দাবি, কিশোরের বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। ফারাক রয়েছে সিসিটিভি ফুটেজের সঙ্গে বয়ানের।

পুলিশ জানিয়েছে, খালিদ নামে ওই কিশোরের গায়ে আগুন লাগানোর ঘটনা ঘটে রবিবার রাতে। আপাতত সে বারাণসীর কবির চৌরা হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশের কাছে খালিদের অভিযোগ, ‘‘দুধারি সেতু দিয়ে যাওয়ার সময় চার জন আমাকে অপহরণ করে। দু’জন আমার হাত বেঁধে ফেলে। এক জন গায়ে কেরোসিন তেল ঢালে এবং আর এক জন গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’’ পরে অবশ্য সে পুলিশকে জানায়, ওই চার দুষ্কৃতী তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বলেছিল। কিন্তু সে তা না বলায় গায়ে আগুন লাগিয়ে
দেওয়া হয়।

চন্দৌলির পুলিশ সুপার সন্তোষকুমার সিংহের কথায়, ‘‘প্রথমে খালিদ বলেছিল, সে মহারাজপুর গ্রামে দৌড়তে গিয়েছিল। তখন চার জন লোক তাকে মাঠে নিয়ে যায় এবং ‘জয় শ্রীরাম’ বলতে বলে। রাজি না হওয়ায় মারধর করে, গায়ে আগুন ধরিয়ে দেয়।’’ তিনি জানান, খালিদকে হাসপাতালে নিয়ে গেলে সে পুলিশকে বলে, চার জন মোটরবাইক আরোহী তাকে অপহরণ করে হাতিজা গ্রামে নিয়ে গিয়েছিল।

পুলিশ সুপারের বক্তব্য, ‘‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, খালিদ ওই জায়গায় যায়নি। সম্ভবত, কেউ তাকে দিয়ে এ সব কথা বলাচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, খালিদ নিজেই গায়ে আগুন ধরিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandauli Uttar Pradesh Jai Shri Ram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE