স্বাধীনতা দিবসের আগে বাহিনীকে সম্মান দেওয়ার ক্ষেত্রেও জঙ্গি হানা ও জম্মু-কাশ্মীরকে বিশেষ গুরুত্ব দিল নরেন্দ্র মোদী সরকার। পঠানকোটে হামলার পরে নিহত জঙ্গির দেহ পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল এনএসজি-র লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন ইকে-র। তিনি পেয়েছেন মরণোত্তর শৌর্য চক্র। একই সম্মান পেয়েছেন ওই ঘটনাতেই নিহত বায়ুসেনার অফিসার কর্পোরাল গুরুসেবক সিংহও। সেনাবাহিনীর শান্তিকালীন সর্বোচ্চ সম্মান মরণোত্তর অশোক চক্র পেয়েছেন কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে নিহত অরুণাচলের হঙ্গপান ডাডা। স্বাধীনতা দিবসে লাল কেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বের সম্মান এ বার পেয়েছে সিয়াচেনে নিযুক্ত অষ্টম জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি।