Advertisement
১৭ মে ২০২৪

মুফতির আর্জি শুনছে না কেন্দ্র

অটলবিহারী বাজপেয়ীর কৌশল মেনে কাশ্মীরে আলোচনার পথে ফিরতে নরেন্দ্র মোদী সরকারকে ফের আর্জি জানালেন মেহবুবা মুফতি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৩৯
Share: Save:

অটলবিহারী বাজপেয়ীর কৌশল মেনে কাশ্মীরে আলোচনার পথে ফিরতে নরেন্দ্র মোদী সরকারকে ফের আর্জি জানালেন মেহবুবা মুফতি। কিন্তু কেন্দ্র তাতে আপাতত কান দিতে রাজি নয় বলেই সরকারি সূত্রে খবর। বরং নব্বইয়ের দশকের মতো অভিযান চালিয়ে কাশ্মীরের জঙ্গি ও পাকিস্তানপন্থী শক্তিগুলিকে খতম করতে চাইছে মোদী সরকার।

আজ জম্মুতে মেহবুবা বলেন, ‘‘বাজপেয়ীর আমলে এনডিএ সরকার কাশ্মীরে যে আলোচনার প্রক্রিয়া শুরু করেছিল তা ইউপিএ সরকার চালু রাখেনি। তার ফলেই উপত্যকার এই হাল।’’ তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী মোদীর পিছনে বিপুল জনসমর্থন রয়েছে। একমাত্র তিনিই কাশ্মীরের সমস্যা সমাধান করতে পারেন।’’

কিন্তু মোদী সরকারের শীর্ষ সূত্রে খবর, এখনই আলোচনাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তারা। কারণ উপত্যকা বিশেষত দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলেই মনে করছেন সরকারের শীর্ষ নেতৃত্ব। তাই সেনা দিয়ে প্রথমে উপত্যকাকে ঠান্ডা করতে চান তাঁরা।

গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরেরই সোপিয়ানে প্রায় এক দশক পরে গোটা এলাকা ঘিরে ফেলে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছেন জওয়ানরা। এর পরে ধাপে ধাপে ফের সব শহর-গ্রামের কাছে বাহিনীর শিবির খোলা হতে পারে। শ্রীনগরে দেখা দিতে পারে সেনার বাঙ্কার। ভূস্বর্গের ক্ষতে মলম দিতে প্রয়াত মুফতি মহম্মদ সইদের তৈরি নীতি দ্রুত ইতিহাস হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। পিডিপি নেতাদের মতে, মেহবুবার হাত-পা বাঁধা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Mehbooba Mufti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE