Advertisement
১৭ মে ২০২৪

গুজরাত কাঁটায় সংসদ বসাতে দ্বিধায় মোদী

রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস ও বিরোধী শিবির যে ভাবে গুজরাত ভোট নিয়ে সক্রিয় হয়ে উঠেছে, তাতে অনেকটাই শঙ্কিত মোদী সরকার।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

জয়ন্ত ঘোষাল
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০২:৫৪
Share: Save:

গুজরাতের ভোটে কঠিন চ্যালেঞ্জের মধ্যে সংসদের শীতকালীন অধিবেশনের দিন ক্ষণ ঠিক করা নিয়ে এখন চূড়ান্ত দোলাচলে নরেন্দ্র মোদী সরকার।

রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস ও বিরোধী শিবির যে ভাবে গুজরাত ভোট নিয়ে সক্রিয় হয়ে উঠেছে, তাতে অনেকটাই শঙ্কিত মোদী সরকার। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কেউ কেউ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে প্রস্তাব দিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশন আপাতত পিছিয়ে দেওয়া হোক। আর অধিবেশন শুরুর আগে সেরে ফেলা যাক গুজরাতের ভোট। সরকারের এই রথী মহারথীদের যুক্তি, গুজরাত ভোটের আগে যদি এক মাস ধরে অধিবেশন চলে, তা হলে বিরোধীরা একজোট হয়ে লাগাতার মোদী-বিরোধী প্রচার চালাবে। জিএসটি, নোট বাতিল, আর্থিক বৃদ্ধির ধীর গতি নিয়ে এমনিতেই গুজরাতের বৈশ্য ও নাগরিক সমাজে নেতিবাচক প্রভাব রয়েছে। এর মধ্যে সংসদের হাঙ্গামা ভোটে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গত বছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ২১ নভেম্বর। সংবিধান অনুসারে জানুয়ারির মধ্যে গুজরাতে নতুন সরকার গঠন করতে হবে। কাজেই ভোট ডিসেম্বরে হলেই চলে। ২১ তারিখ সংসদ শুরু হলে অনায়াসে ১ মাস অধিবেশন করে নেওয়া যায়। কিন্তু সরকারের একাংশ এখন চাইছে ভোট করে নিয়ে সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশন ডিসেম্বরে করে নিতে।

কিন্তু সুমিত্রা এবং বেঙ্কাইয়া দু’জনেই মোদী সরকারকে পরামর্শ দিয়েছেন অধিবেশন সংক্ষিপ্ত করা ঠিক হবে না এবং এটি না পিছনোই শ্রেয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের কারও কারও যুক্তি, এমনিতেই গুজরাত ভোটের দিন ঘোষণা না করা নিয়ে বিতর্ক হচ্ছে, ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আবার সংসদের অধিবেশন পিছিয়ে দিলে বিরোধীরা প্রচার শুরু করবে যে গুজরাত নিয়ে ভয়ে পাচ্ছেন মোদী। তাই ২১ তারিখের আগেই তাড়াতাড়ি সংসদ শুরু করে দেওয়া হোক। এ বারের অধিবেশনে বিশেষ গুরুত্বপূর্ণ বিলও নেই। তা হলে অধিবেশনের পরে একটু সময় দিয়ে ভোট করা হলে বিরোধীদের প্রচারের বিশেষ নেতিবাচক প্রভাব পড়বে না।

রাজ্যসভায় বিজেপির উপনেতা মুখতার আব্বাস নকভি বলেন, ‘‘গত বছর ২১ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল বলে এ বারও সেটাই করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আমরা অধিবেশন করে নিতে পারি।’’

ফয়সালা কী হবে জানা নেই, তবে সংসদের অধিবেশনের দিন ঠিক করা নিয়ে এই দোলাচলে গুজরাত নিয়ে মোদী সরকারের উদ্বেগ স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE