সকাল থেকে ভ্যাপসা গরম। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে অস্বস্তি কাটছে কোথায়! এর মাঝেই বর্ষা নিয়ে আশার বাণী শোনাল মৌসম ভবন। মঙ্গলবারই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বর্ষার আগমনের ক্ষেত্র প্রস্তুত। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে মৌসম ভবন জানিয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ মে। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ‘অনসেট’ হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে ‘অনসেট’ হয়েছিল। এ বার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। পূর্বাভাস যদি মিলে যায়, তবে ২০০৯ সালের মতো এ বারও দেশে আগে ঢুকবে বর্ষা।
আরও পড়ুন:
তবে কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষা শুরুর বিস্তর ফারাক রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুন নাগাদ রাজ্যে বর্ষার প্রবেশ ঘটতে পারে। উল্লেখ্য, গোটা বছর যে পরিমাণ বৃষ্টি হয় দেশে, তার ৭৫ শতাংশই বর্ষার চার মাসে। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।