Advertisement
E-Paper

উত্তরপ্রদেশে যাদব পরিবারে ভাঙন! স্ত্রীকে বিচ্ছেদ দিতে চান মুলায়মের ছোট পুত্র, ঘোষণা সমাজমাধ্যমে

বিবাহবিচ্ছেদের বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মুলায়ম সিংহ যাদবের ছোট পুত্র প্রতীক। ইনস্টাগ্রামের প্রতীক তাঁর স্ত্রীর সঙ্গে একটা ছবি পোস্ট করেন। সেই পোস্টে অপর্ণাকে ‘স্বার্থপর’ বলে উল্লেখ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:১৪
Mulayam Singh\\\\\\\\\\\\\\\'s younger son want to divorce his wife Aparna

(বাঁ দিকে) স্ত্রী অপর্ণার সঙ্গে মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক (ডান দিকে)। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে যাদব পরিবারে ভাঙন! মুলায়ম সিংহ যাদবের ছোট পুত্র প্রতীক জানিয়েছেন, তিনি আর স্ত্রী অপর্ণার সঙ্গে সম্পর্ক রাখতে চান না। বিচ্ছেদ দেবেন তাঁকে। অখিলেশ যাদবের ভাইয়ের অভিযোগ, অপর্ণা তাঁর পরিবারকে ধ্বংস করে দিয়েছেন!

বিবাহবিচ্ছেদের বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন প্রতীক। ইনস্টাগ্রামে প্রতীক তাঁর স্ত্রীর সঙ্গে একটা ছবি পোস্ট করেন। সেই পোস্টে অপর্ণাকে ‘স্বার্থপর’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে দাবি করেন, তাঁর স্ত্রী পারিবারিক বন্ধন ‘নষ্ট’ করে দিয়েছেন।

সমাজমাধ্যমের পোস্টে অখিলেশের ভাই লেখেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব এই স্বার্থপর মহিলাকে বিচ্ছেদ দিতে যাচ্ছি। সে আমার পারিবারিক বন্ধন নষ্ট করে দিয়েছে। সে খুব বিখ্যাত এবং প্রভাবশালী হতে চায়। আমার মানসিক স্বাস্থ্য খুবই খারাপ। কিন্তু সেই সব নিয়ে মাথা ঘামায় না সে। ও কেবল নিজের ছা়ড়া কিছুই বোঝে না। ওর সঙ্গে বিয়ে করা আমার কাছে দুর্ভাগ্যজনক।’ তবে এই পোস্ট নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন অপর্ণার ভাই। তিনি দাবি করেছেন, প্রতীকের অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়েছে।

২০১১ সালে বিয়ে হয় অপর্ণা এবং প্রতীকের। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন। কিন্তু বিজেপির রীতা বহুগুণা জোশীর কাছে হেরে যান। ২০২২ সালে সমাজবাদী পার্টি ছেড়ে অপর্ণা বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান। অপর্ণা রাজনীতির ময়দানে থাকলে প্রতীককে কখনই সামনের সারিতে দেখা যায়নি। রাজনৈতিক পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা প্রতীক নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।

তবে এ ব্যাপারে সমাজবাদী পার্টি বা বিজেপি কোনও দলই এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি।

Mulayam Singh Yadav Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy