সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি মুম্বইতে। ডুবেছে বাণিজ্যনগরী। রাস্তায় তীব্র যানজট। দেরিতে চলছে ট্রেন। এর মধ্যেই আবার ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জারি করা হল কমলা সতর্কতা।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মুম্বইতে ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস, এখনই থামছে না বৃষ্টি। আগামী পাঁচ দিন মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রেই চলবে বৃষ্টি। তার মধ্যে ৫, ৭ এবং ৮ জুলাই ভারী বৃষ্টি হবে বাণিজ্যনগরীতে। ৪ থেকে ৮ জুন রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।