Advertisement
E-Paper

ট্রেন উঠে গেল প্ল্যাটফর্মে

ঠিক সময়ে ইঞ্জিনের ব্রেক কষতে পারেননি চালক। তাই মুম্বইয়ের একটি ট্রেন ধাক্কা খেল প্ল্যাটফর্মের কানাগলিতে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চার্চগেট স্টেশনে। আহত হয়েছেন ৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা কুড়ি নাগাদ দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা খায় চার্চগেটের ৩ নম্বর প্ল্যাটফর্মের কানাগলিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০২:৫০
প্ল্যাটফর্মে উঠে গেছে ট্রেন। ছবি: পিটিআই।

প্ল্যাটফর্মে উঠে গেছে ট্রেন। ছবি: পিটিআই।

ঠিক সময়ে ইঞ্জিনের ব্রেক কষতে পারেননি চালক। তাই মুম্বইয়ের একটি ট্রেন ধাক্কা খেল প্ল্যাটফর্মের কানাগলিতে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চার্চগেট স্টেশনে। আহত হয়েছেন ৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা কুড়ি নাগাদ দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা খায় চার্চগেটের ৩ নম্বর প্ল্যাটফর্মের কানাগলিতে। দুমড়েমুচড়ে যায় ট্রেনের সামনের অংশটি। প্রথম বগিটি প্ল্যাটফর্মে উঠে যায়। চাকাগুলো হাওয়ায় ঝুলতে থাকে, নীচের অংশের সব যন্ত্রপাতি বেরিয়ে আসে, সঙ্গে ওপরের তারও। এই ঘটনায় চালক, রক্ষী ও ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।

local train Platform Churchgate Station Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy