বর্ষা আসতে না আসতেই বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের রেল পরিষেবা। মঙ্গলবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ জানালেন টুইটারে। সেন্ট্রাল লাইনের সমস্ত ট্রেন অন্তত ১ ঘণ্টা দেরিতে চলেছে। বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। ঠাণে, দাদার-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দিভা স্টেশনে ক্ষুব্ধ যাত্রীরা রেললাইনে নেমে প্রতিবাদ জানান। সোমবার মাহিম স্টেশনে ব্যাটারি বাক্স চুরি হয়ে যাওয়ায় গোটা দিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। তারই মধ্যে শহরে ট্যাক্সি ধর্মঘট নিত্য যাত্রীদের আরও বিপাকে ফেলেছে।