প্রেমিক-প্রেমিকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দিন আষ্টেক আগে। কিন্তু ‘বিরহ’ সহ্য হচ্ছিল না বলে আবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ করেন যুবক। কিন্তু দেখা করতে গিয়ে আবার ঝগড়া। সেই সময় ছুরি বার করে প্রাক্তন প্রেমিকার গলা কাটলেন যুবক। ছটফট করতে করতে তরুণী সেখানেই মারা যান। সেই রক্তমাখা ছুরি দিয়ে এর পর নিজেকেও শেষ করেন যুবক। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ-তরুণীর নাম সোনু বড়াই এবং মনীষা যাদব। দু’জনেরই বয়স ২৩-২৪ বছর। দু’জনের রক্তাক্ত এবং নিথর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছু দিন ধরে সম্পর্কে ছিলেন সোনু-মনীষা। তবে সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মনোমালিন্য হয়। সোনুর সন্দেহ ছিল মনীষা আরও এক যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছেন। দিন আষ্টেক আগে তাঁরা দেখা করেছিলেন। সে দিন প্রেমিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন প্রেমিক। অপমানে বিচ্ছেদ চান মনীষা। এর পর সপ্তাহখানেক তাঁদের কোনও যোগাযোগ হয়নি।
শুক্রবার সকালে মনীষাকে ফোন করে দেখা করতে বলেন সোনু। বলেন, সব কিছু মিটমাট করে নেবেন। মনীষা রাজি হন। একটি নির্জন জায়গায় তাঁরা দেখা করেন। কিন্তু কথাবার্তা শুরু কিছু ক্ষণের মধ্যে আবার কথা কাটাকাটিু হয় দু’জনের। সেই সময় জামার ভিতর থেকে ছুরি বার করে প্রেমিকাকে কোপান সোনু। প্রেমিকার মৃত্যু হলে একই ছুরি বসান নিজের গলায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁরও। পরে পুলিশ খবর পেয়ে জোড়া দেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
তদন্তে উঠে এসেছে, শুক্রবার সকালে মাকে ‘একটু বাইর থেকে আসছি’ বলে বাড়ি থেকে বার হন সোনু। তবে মায়ের অজান্তে রান্নাঘর থেকে সব্জি কাটার ছুরি জামার ভিতরে লুকিয়ে নিয়েছিলেন আগেই। সেই ছুরি দিয়েই প্রাক্তন প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হন যুবক। ওই ছুরিটি শনাক্ত করেছেন মৃতের মা। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বেশ কিছু ধারায় মামলা রুজু হয়েছে।