Advertisement
০৬ মে ২০২৪
National Nwes

গোয়ার সৈকতে আইরিশ তরুণীর বিবস্ত্র, থ্যাঁতলানো দেহ উদ্ধার

গোয়ার সমুদ্রসৈকতে আয়ারল্যান্ডের এক তরুণী পর্যটকের বিবস্ত্র ও বিকৃত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের ওই পর্যটক এক বন্ধুর সঙ্গে দক্ষিণ গোয়ার গ্রামবাসীদের সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছিলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ২০:০৬
Share: Save:

গোয়ার সমুদ্রসৈকতে আয়ারল্যান্ডের এক তরুণী পর্যটকের বিবস্ত্র ও বিকৃত দেহ উদ্ধার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের ওই পর্যটক এক বন্ধুর সঙ্গে দক্ষিণ গোয়ার গ্রামবাসীদের সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছিলেন। সে দিনের পর থেকেই ওই মহিলার কোনও হদিশ পাওয়া যায়নি। বুধবার সকালে সমুদ্রের ধারে তাঁর থ্যাঁতলানো দেহ উদ্ধার হয়। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় জড়িত সন্দেহে বিকাশ ভগত্ নামে এক স্থানীয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আধিকারিক স্যামি তাভারেজ জানান, প্রথমে কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জেরা করা হয়। ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কট্টরপন্থীদের ফতোয়া উপেক্ষা করেই সঙ্গীত সফর অসমিয়া গায়িকার

মৃত আইরিশ তরণী উত্তর গোয়ায় থাকছিলেন। হোলির দিন দক্ষিণ গোয়ায় এসেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত তরুণী আয়ারল্যান্ডের বাসিন্দা হলেও ভারতে ব্রিটেনের পাসপোর্ট ব্যবহার করে এসেছিলেন। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে ব্রিটিশ কনস্যুলেটের কথাবার্তা চলছে।

আয়ারল্যান্ডের এই তরুণীর মৃত্যু ২০০৮-এ ব্রিটেনের স্কুলপড়ুয়া স্কারলেট কিলিং-এর হত্যার স্মৃতি উস্কে দিয়েছে। গোয়ায় বেড়াতে এসে নৃশংস ভাবে খুন হয়েছিল সে। তাকে ধর্ষণেরও অভিযোগ ওঠে।

সুন্দর পরিবেশ, সমুদ্র সৈকতের টানে গোয়ায় প্রচুর বিদেশি পর্যটক বছরভর বেড়াতে আসেন। মহিলা পর্যটকদের উপর হামলার ঘটনা বার বার আঙুল তুলেছে গোয়া প্রশাসনের দিকে। কিন্তু ছবিটা আমূল বদলায়নি এখনও। আইরিশ মহিলার মৃত্যু ফের তা প্রমাণ করল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goa Irish Woman Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE