Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নন্দিতাই কাটলিছড়ার সেরা স্নাতক

আসাম বিশ্ববিদ্যালয়ের সেরা স্নাতকের শিরোপা পেলেন হাইলাকান্দির এস এস কলেজের পদার্থ বিদ্যার ছাত্রী নন্দিতা নাথ। প্রাণী বিদ্যা ও সংস্কৃত বিভাগেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান দখল করেছে এই কলেজেরই দুই ছাত্র রুদ্রারূপ ভট্টাচার্য এবং মৃত্যুঞ্জয় সিনহা।

নন্দিতা নাথ, রুদ্ররূপ ভট্টাচার্য ও মৃত্যুঞ্জয় সিনহা

নন্দিতা নাথ, রুদ্ররূপ ভট্টাচার্য ও মৃত্যুঞ্জয় সিনহা

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৩:৩৩
Share: Save:

আসাম বিশ্ববিদ্যালয়ের সেরা স্নাতকের শিরোপা পেলেন হাইলাকান্দির এস এস কলেজের পদার্থ বিদ্যার ছাত্রী নন্দিতা নাথ। প্রাণী বিদ্যা ও সংস্কৃত বিভাগেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান দখল করেছে এই কলেজেরই দুই ছাত্র রুদ্রারূপ ভট্টাচার্য এবং মৃত্যুঞ্জয় সিনহা। বিজ্ঞান শাখায় ৪৫ জনের মধ্যে ৩৯ জন এবং কলা বিভাগে ৯৭ জনের মধ্যে ৮১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে ৮৬ শতাংশ ও ৮৩ শতাংশ।

কলেজের এই ফলাফলে, বিশেষ করে নন্দিতার সাফল্যে উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, শিক্ষক রূপম সেন-সহ অন্যন্যারা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। নন্দিতা, রুদ্রারূপ ও মৃত্যুঞ্জয়ের সাফল্যে খুশি হাইলাকান্দির মানুষও।

কাটলিছড়ার গ্রামের মেয়ে নন্দিতা। পিতা লোহিতবরণ নাথ এবং মা মনিকা নাথের দুই মেয়ের মধ্যে বড় নন্দিতা। ফলাফলে উল্লাসিত নন্দিতা জীবনের পরবর্তী পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, ‘‘আপাতত চাকরি করে মা-বাবার পাশে দাঁড়াতে চাই। তবে উচ্চশিক্ষার জন্য চেষ্টা অব্যাহত রাখব।’’ বাবার ছোট ব্যবসা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে নন্দিতা তাই বাবার পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। কাটলিছড়ায় প্রাথমিক শিক্ষার পর মনাছড়ার জওহর নবোদয় বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে হাইলাকান্দি এস এস কলেজে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE