Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানকে ফের কড়া বার্তা মোদীর

নাম না করে পাকিস্তানকে আজ ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০১:৪৩
Share: Save:

নাম না করে পাকিস্তানকে আজ ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) একটি র‌্যালিতে মোদী আজ বলেন, ‘‘অর্থনীতি হোক বা রণনীতি, যে কোনও ক্ষেত্রে ধাক্কা সামলাতে প্রস্তুত ভারত।’’ একই সঙ্গে তাঁর হুঙ্কার, এখন কোনও দেশ শত্রুতা করলে ছেড়ে কথা বলে না ভারত। উল্টে জবাব দিয়ে থাকে।

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনী বৈতরণী পার হতে ধর্মীয় মেরুকরণের পাশাপাশি জাতীয়তাবাদের তাস খেলতে যে বিজেপি পিছপা হবে না তা আজ এনসিসি-র সমাবেশেই বুঝিয়ে দেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘আমরা কোনও দেশকে উস্কানি দিই না।’’ এরপরে পাকিস্তানের মাটিতে হওয়া সার্জিকাল স্ট্রাইকের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সেনা আগ বাড়িয়ে কারও সঙ্গে শত্রুতা করে না। কিন্তু যদি কেউ আমাদের উস্কানি দেয় তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলি না। আমরা শান্তির সমর্থক। কিন্তু রাষ্ট্ররক্ষার প্রশ্নে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পিছপা হই না। দেশের অর্থব্যবস্থাই হোক কিংবা সীমান্তে শত্রু মোকাবিলা-আমাদের ক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে।’’

আজ এনসিসি-র ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনও। সম্প্রতি রাফাল চুক্তি নিয়ে বিরোধীদের আক্রমণে কোণঠাসা মোদী সরকার। এই পরিস্থিতিতে আজ নাম না করে রাফাল চুক্তির পক্ষে সওয়াল করে মোদী বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আটকে থাকা যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। কেনা হচ্ছে আধুনিক কামান। বর্তমানে দেশেই ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক, হেলিকপ্টার আর গোলাবারুদ বানানো হচ্ছে। ভারত এখন বিশ্বের সেই সব দেশের তালিকায় রয়েছে যারা জল, স্থল ও আকাশ থেকে পরমাণু হামলা করতে ও শত্রুর পরমাণু হামলা রোধ করতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Pakistan Message
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE