রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা দিতেই প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দন ও আলিঙ্গন করে দুই রাষ্ট্রপ্রধান রওনা দিয়েছিলেন একই গাড়িতে। বৃহস্পতিবার রাতে পুতিনকে বিশেষ উপহার দিলেন মোদী।
রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে গীতা উপহার দিয়েছেন মোদী। তবে তা রুশ ভাষায় অনূদিত। এক্স হ্যান্ডলে বিশেষ এই উপহারের কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘গীতার শিক্ষা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়।’’
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর পোস্ট। ছবি: এক্স।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রপ্রধানের একান্ত নৈশভোজের আয়োজনও করা হয়েছিল।