Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

অর্থনীতির বেহাল দশা ‘নৈরাশ্যবাদীদের অতিকথন’: নরেন্দ্র মোদী

নিজের ভাষণে বিরোধীদের কড়া সমালোচনার জবাব দেন তিনি। মোদী জমানায় দেশের অর্থনীতি নিম্নমুখী বলে অভিযোগ বিরোধীদের। এ দিন সেই অভিযোগ খণ্ডন করে মোদীর দাবি, কেবলমাত্র গুটি কয়েক মানুষই এ ধরনের ‘হতাশা’ ছড়াচ্ছেন।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ২০:৩৭
Share: Save:

দেশের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা হয়নি। তা আসলে ‘নৈরাশ্যবাদীদের অতিকথন’। সমালোচকদের উদ্দেশে এমনটাই ঝাঁঝালো মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার ‘ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়া’র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে বিরোধীদের কড়া সমালোচনার জবাব দেন তিনি। মোদী জমানায় দেশের অর্থনীতি নিম্নমুখী বলে অভিযোগ বিরোধীদের। এ দিন সেই অভিযোগ খণ্ডন করে মোদীর দাবি, কেবলমাত্র গুটি কয়েক মানুষই এ ধরনের ‘হতাশা’ ছড়াচ্ছেন। তা-ও আবার গত ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যানের উপর ভিত্তি করে। প্রধানমন্ত্রীর দাবি, এনডিএ জমানার থেকেও দেশের অর্থনীতির বেহাল দশা হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে। গত তিন বছরে আট বার আর্থিক বৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছিল ৫.৭ শতাংশেরও নীচে। আগের জমানায় আর্থিক মূল্যবৃদ্ধি-সহ বড়সড় রাজস্ব ঘাটতির মুখোমুখি হয়েছিল দেশ।

আরও পড়ুন

বান্ধবীকে ১ লক্ষ ডলার পাঠিয়েছিলেন লাস ভেগাসের ঘাতক!

মোদীর বিরুদ্ধে মুখ খোলায় প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা দায়ের

এনডিএ জমানাতেই জিডিপি-র হার কমেনি দাবি করে মোদীর কটাক্ষ, “কিছু মানুষ রয়েছেন যাঁরা কেবলমাত্র হতাশা ছড়িয়ে ভাল ভাবে ঘুমোতে পারেন। এঁদের চিহ্নিত করতে হবে।” তবে পাশাপাশি মোদীর মন্তব্য, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি-র হার কমলেও অর্থনীতিকে চাঙ্গা করতে বদ্ধপরিকর তার সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE