Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Demonetisation

মোদীর তথ্যেই নোট বাতিলের সাফল্য নিয়ে প্রশ্ন

বিরোধীদের প্রশ্ন, বাকিরা যদি কর ফাঁকিই দিয়ে থাকেন, তা হলে ছয় বছর ধরে মোদী কী করছেন?

মাত্র দেড় কোটি মানুষ আয়কর দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি পিটিআই।

মাত্র দেড় কোটি মানুষ আয়কর দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৩
Share: Save:

আয়কর ফাঁকির বাড়বাড়ন্ত বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ১৩০ কোটির দেশে মাত্র দেড় কোটি মানুষ আয়কর দেন।

বিরোধীদের প্রশ্ন, বাকিরা যদি কর ফাঁকিই দিয়ে থাকেন, তা হলে ছয় বছর ধরে মোদী কী করছেন? কর ফাঁকি ও কালো টাকা নিশ্চিহ্ন করতে তিনি যে নোট বাতিল করেছিলেন, তার কী হল? বিরোধীদের যুক্তি, ১৩০ কোটি মানুষের দেশে যদি মাত্র ১.৫ কোটি মানুষের আয় ৫ লক্ষ টাকার বেশি হয়, তা হলে তাঁরাই আয়কর দেবেন। এতে অস্বাভাবিকতা কোথায়?

বুধবারই প্রধানমন্ত্রী সবাইকে সততার সঙ্গে কর দেওয়ার আহ্বান জানিয়ে আফশোস করেছিলেন, ১৩০ কোটির দেশে মাত্র দেড় কোটি মানুষ আয়কর দেন। তার মধ্যে ৩ লক্ষ লোক বছরে ৫০ লক্ষ টাকার বেশি আয় দেখান। বছরে ১ কোটি টাকার বেশি আয় বলে জানিয়েছেন মাত্র ২,২০০ জন পেশাদার। অথচ সুপ্রিম কোর্টেই এর থেকে বেশি কোটিপতির দেখা মিলবে বলে কটাক্ষ করেন মোদী।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘মোদীর মতে, দেশের সব মানুষই চোর। অন্য দিকে তাঁর দল নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা ঝোলায় পুরছে। যদি কেউ কর জমা না করে থাকেন, তা হলে মোদী ছয় বছর ধরে কী করছেন? উনি তো নোট বাতিল করে দাবি করেছিলেন, কালো টাকা ও কর ফাঁকি শেষ হয়ে যাবে!’’

কংগ্রেসের পরিসংখ্যান বিভাগের নেতা প্রবীণ চক্রবর্তীর কথায়, ‘‘দেশের মানুষের গড় আয় বছরে মাত্র ১.৩৫ লক্ষ টাকা। মাত্র দেড় কোটি মানুষেরই আয় ৫ লক্ষ টাকার বেশি। সে কারণে তাঁরাই কর মেটান।’’

আয়কর দাতা ও কোটিপতির সংখ্যা নিয়ে মোদীর দেওয়া পরিসংখ্যানে গড়বড় রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এর আগে আয়কর দফতরই জানিয়েছিল, ২০১৮-১৯-এ ৯৭,৬৮৯ জন তার আগের বছরে তাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি দেখিয়েছিলেন। বিজেপির যুক্তি, মোদী শুধু ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবীর মতো ২,২০০ জন পেশাদারের কথা বলেছেন, যাঁদের আয় ১ কোটি টাকার বেশি। আয়কর দফতর আজ জানিয়েছে, চলতি অর্থ বছরে ৫.৭৮ কোটি ব্যক্তি রিটার্ন ফাইল করেছেন। তাঁদের মধ্যে ৪.৩২ কোটিই জানিয়েছেন, গত বছরে তাঁদের আয় ৫ লক্ষ টাকার কম ছিল। অর্থাৎ তাঁদের কোনও আয়কর দিতে হয়নি। আয়কর মিটিয়েছেন ১.৪৬ কোটি মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Income Tax Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE