E-Paper

ইসলাম ভারতের গর্বের বিষয়: ডোভাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, আল-ইসা তাঁর বক্তৃতায় বৈচিত্রকে অস্তিত্বের অন্যতম মৌলিক দিক হিসেবে তুলে ধরেছেন। কূটনৈতিক সূত্রের মতে, সৌদি-সহ আরব দেশগুলির সঙ্গে দিল্লির সম্পর্ক এখন খুবই ভাল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ০৫:০৬
An image of  National Security Adviser (NSA) Ajit Doval

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। —ফাইল চিত্র।

মঞ্চে হাজির মুসলিম আন্তর্জাতিক লিগের মহাসচিব মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইসা। তাঁকে উদারপন্থী ইসলামের অন্যতম প্রবক্তা হিসেবে তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানালেন, বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মিলনস্থল ভারত। ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ গর্বের স্থান রয়েছে এ দেশে।

আজ দিল্লির ‘ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার’-এ বক্তৃতা দেন মহম্মদ বিন আব্দুলকরিম আল ইসা। পরে ডোভাল বলেন, ‘‘উনি গোটা বিশ্বে উদারপন্থী ইসলামের এক জন অন্যতম প্রবক্তা। ওঁর ইসলাম সম্পর্কে জ্ঞানও গভীর।’’ আল ইসা সৌদি আরবের বাসিন্দা। ডোভালের কথায়, ‘‘ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক চমৎকার। সংস্কৃতি, মূল্যবোধের মিল রয়েছে এই সম্পর্কের শিকড়।’’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, আল-ইসা তাঁর বক্তৃতায় বৈচিত্রকে অস্তিত্বের অন্যতম মৌলিক দিক হিসেবে তুলে ধরেছেন। ভারত বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল। নানা সংস্কৃতি, ধর্ম, ভাষা শতাব্দীর পর শতাব্দী ধরে সহাবস্থান করছে। তাঁর কথায়, ‘‘গণতন্ত্র হিসেবে ভারত জাতি-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের স্থানই সুনিশ্চিত করতে পেরেছে। ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে বিশেষ স্থান রয়েছে ইসলামের। মুসলিম বাসিন্দার সংখ্যার দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয়।’’ ডোভাল জানান, ভারতের মুসলিম জনসংখ্যা ‘অর্গানাইজ়েশন অব ইসলামিক কোঅপারেশন’-এর ৩৩টি দেশের মিলিত জনসংখ্যার চেয়ে বেশি। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন আল ইসা।

কূটনৈতিক সূত্রের মতে, সৌদি-সহ আরব দেশগুলির সঙ্গে দিল্লির সম্পর্ক এখন খুবই ভাল। আর্থিক সম্পর্কের পাশাপাশি পাকিস্তানের প্রচার মোকাবিলার ক্ষেত্রেও এই দেশগুলি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক মুসলিম লিগের মহাসচিব আল-ইসাও মুসলিম দুনিয়ায় প্রভাবশালী। তাই তাঁর ভারত সফরের সময়ে ভারতের ইসলামি ঐতিহ্য ও উদারপন্থী ইসলাম নিয়ে সরব হয়েছেন ডোভাল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ajit Doval India Islam National Security Adviser

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy