ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য আটকাতে চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। এক দিকে আমেরিকা, অন্য দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে পাশে নিয়ে অনেক দিন থেকেই চাপ বাড়াচ্ছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত মালাবার নৌ-মহড়া ছাড়া হাতেকলমে সমুদ্র সক্রিয়তা কিছু দেখা যায়নি সাউথ ব্লকের পক্ষ থেকে। তবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি, এ নিয়ে শীঘ্রই কৌশলগত সহযোগিতার দরজা খোলা হবে আমেরিকার সঙ্গে।
পাঁচ দিনের সফরে আজ আমেরিকা গিয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। তিনি বৈঠক করবেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস, নৌসচিব রিচার্ড স্পেনসার, প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল স্কচ সুইফট-এর মত শীর্ষ কর্তাদের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র জানাচ্ছে, লানবার এই সফর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ বার দু’দেশের সশস্ত্র বাহিনীর সমন্বয় আরও বাড়ানোর চেষ্টা হবে। প্রতিরক্ষা সমঝোতার সম্ভাবনার দিক খোলা সম্ভব হবে।
মার্কিন প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে বৈঠকগুলিতে অগ্রাধিকার পেতে চলেছে দক্ষিণ চিন সাগরে বেজিং-এর ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি। কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় ভারতকে বৃহত্তর ভূমিকায় দেখতে চায় আমেরিকা। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে বেশি কিছু করে ওঠা সম্ভব হয়নি। আমেরিকা বিচ্ছিন্ন ভাবে বারবার রণতরী পাঠিয়েছে দক্ষিণ চিন সাগরে। ওই এলাকায় অবাধ নৌ চলাচলের পক্ষে সওয়াল করেছে।