Advertisement
E-Paper

পাঠ্যবইয়েও ‘অপারেশন সিঁদুর’! বাচ্চা থেকে বড়, সেনার গৌরব কাহিনি পড়তে হবে সকলকেই, আর কী থাকবে সেই অধ্যায়ে?

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে অপারেশন সিঁদুর সংক্রান্ত একটি অধ্যায়। একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২১:১৪

ছবি: সংগৃহীত।

এ বার পাঠ্যবইয়েও ‘অপারেশন সিঁদুর’। বাচ্চা থেকে বড়— পড়তে হবে সকলকেই!

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ওই প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পড়ানো হবে পড়ুয়াদের। মূলত সিবিএসই বোর্ড এনসিইআরটি অনুমোদিত বই ব্যবহার করে।

ওই সূত্র পিটিআই-কে জানিয়েছে, অপারেশন সিঁদুর অধ্যায়টি ৮-১০ পাতার হবে। তাতে মূলত ভারতীয় সেনার গৌরব কাহিনি থাকবে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর ভারতীয় সেনা কী ভাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে, সেই কাহিনিই থাকবে। এ ছাড়াও থাকবে দেশের প্রতিরক্ষা বিষয়ক নানা তথ্য। শত্রুপক্ষের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে কী ভাবে বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধিত হয়, কূটনৈতিক পদক্ষেপ কী ভাবে করা হয়, বইয়ে সে সব বিস্তারিত থাকবে।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঠিক হয়েছে, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই ১৬ ঘণ্টা করে পহেলগাঁওয়ের ঘটনা, সিঁদুর অভিযান নিয়ে আলোচনা হবে। আলোচনার সময় সংসদে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। কিন্তু তিনি এ বিষয়ে সংসদে ভাষণ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে সরকার পক্ষের কারও কারও বক্তব্য, যে হেতু গোটা দেশ, এমনকি আন্তর্জাতিক মহলও এই আলোচনার দিকে তাকিয়ে থাকবে, প্রধানমন্ত্রী এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না। অতএব, সিঁদুর অভিযান নিয়ে সংসদে তাঁর ভাষণ দেওয়ার সম্ভাবনা প্রবল।

NCERT Operation Sindoor 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy