Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Jammu and Kashmir

Viral: কাশ্মীরে ঝিলম নদী থেকে উদ্ধার ১২০০ বছরের পুরনো দুর্গামূর্তি

পুলিশ জানিয়েছে, নদীর ধারে বালি তোলার কাজ করছিল শ্রমিকরা। সে সময়ই কালো রঙের পাথরের ওই মূর্তিটি উদ্ধার হয়েছে।

মা দুর্গার এই মূর্তি উদ্ধার হয়েছে।

মা দুর্গার এই মূর্তি উদ্ধার হয়েছে। ছবি— টুইটার।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ০৯:০১
Share: Save:

জম্মু ও কাশ্মীরে পাওয়া গেল প্রায় এক হাজার ২০০ বছরের পুরনো দুর্গামূর্তি। সেখানকার বদগাম জেলায় ঝিলম নদীর ধারে খান সাহিব এলাকা থেকে সম্প্রতি মূর্তিটি উদ্ধার হয়েছে।

বদগামের স্থানীয় পুলিশ জানিয়েছে, নদীর ধারে বালি তোলার কাজ করছিল শ্রমিকরা। সে সময়ই কালো রঙের পাথরের ওই মূর্তিটি উদ্ধার হয়েছে। পুলিশ সেই মূর্তি উদ্ধার করে তুলে দিয়েছে কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে।

উদ্ধার হওয়া মূর্তি।

উদ্ধার হওয়া মূর্তি। নিজস্ব চিত্র।

মূর্তি উদ্ধার নিয়ে বদগামের পুলিশ সুপার তাহিদ খান বলেছেন, ‘‘বদগামের খান সাহিব এলাকা থেকে প্রায় ১২০০ বছরের পুরনো দুর্গামূর্তি উদ্ধার হয়েছে। তা প্রত্নতাত্ত্বিক বিভাগের অধিকর্তা মুস্তাক আহমদ বেগের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মূর্তি এখানে কী ভাবে এল তা জানার চেষ্টা চলছে।’’

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পাপানাইদুপেটায় একটি মন্দিরের খোঁজ পাওয়া গিয়েছে। ইটের তৈরি ওই মন্দির প্রায় ৪০০ বছরের পুরনো বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Goddess Durga Sculpture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE