Advertisement
১৫ মে ২০২৪

জল্পনা বাড়ালেন ত্রিপুরার মহারাজা

প্রদ্যোৎ কি বিজেপি-তে যোগ দেবেন? এই প্রশ্নের জবাবে হিমন্ত বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট বিজেপি-কে সাহায্য করবে।

প্রদ্যোৎ কিশোর মানিক্য। —ফাইল চিত্র।

প্রদ্যোৎ কিশোর মানিক্য। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৪
Share: Save:

বিধানসভা নিবার্চনে এ বার ত্রিপুরার তরুণ মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্যের প্রভাব কাজে লাগাতে তৎপর হল বিজেপি। প্রদ্যোৎ কংগ্রেসের যুব মুখ এবং অনেক বছর ধরেই রাহুল গাঁধীর ঘনিষ্ঠ। আগরতলার রাজবাড়িতে গিয়ে বুধবার রাতে সেই প্রদ্যোতের সঙ্গেই দেখা করেছিলেন ত্রিপুরার ভোটে দায়িত্বপ্রাপ্ত অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং রাজ্যে দলের পর্যবেক্ষক সুনীল দেওধর। তার পরেই বৃহস্পতিবার প্রদ্যোৎ কিশোর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এআইসিসি-কে স্মরণ করিয়ে দিয়েছেন, ত্রিপুরার ভাবাবেগ তাদের মাথায় রাখতে হবে! কংগ্রেস কর্মীদের কী ভাবে সিপিএম আক্রমণ করেছে এবং উপজাতি সংস্কৃতিকে বাম সরকার ধ্বংস করেছে, সেই অভিযোগও করেছেন তিনি। মহারাজার এমন পোস্টে স্বভাবতই উল্লসিত বিজেপি শিবির!

প্রদ্যোৎ কি বিজেপি-তে যোগ দেবেন? এই প্রশ্নের জবাবে হিমন্ত বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট বিজেপি-কে সাহায্য করবে। হিমন্তের আরও সংযোজন, প্রদ্যোৎকে সংসদে পাঠানো দরকার। মহারাজা আভাস দিলেই তাঁর বিজেপি-তে যোগদানের বিষয়ে কথা বলা হবে। অসমের মন্ত্রী দাবি করেছেন, ভোটের দিন কাছাকাছি এলে কংগ্রেস এবং তৃণমূলের প্রার্থীরাও বিজেপি-তে আসবেন! বাম –বিরোধী ভোটের ভাগাভাগি এড়াতেই সব ধরনের পদক্ষেপ হবে। প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, রানাকিশোর রিয়াংদের নেতৃত্বে আইপিএফটি-র বিক্ষুব্ধ একটি অংশও এ দিন বিজেপি-তে যোগ দিয়েছে। আইপিএফটি-কে ৯টি আসন দিয়ে এ বার জোট করেছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE