ভারতীয় একটি স্কুল বাসে আগুন লাগিয়ে দিল নেপালে আন্দোলনরত মাওবাদীরা। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে ভারত-নেপাল সীমান্তের নেপালগঞ্জে। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ।
আগামী সপ্তাহের মধ্যে নেপালের নতুন সংবিধানের খসড়া প্রকাশিত হওয়ার কথা। বিরোধীদের দাবি, তাদের দাবিতে কর্ণপাত না করেই সংবিধানের এই নয়া খসড়া প্রকাশ করছে শাসক দল। প্রতিবাদে ৩০টিরও বেশি দল নিয়ে গঠিত সংযুক্ত সিপিএন গত কাল নেপালে বন্ধের ডাক দেয়।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত সংলগ্ন রুপাইডিহার সীমান্ত ইন্টার কলেজ ও স্কুলের ওই বাসটি গত কাল নেপালের কয়েকজন স্কুলপড়ুয়াকে ছাড়তে নেপালগঞ্জে গিয়েছিল। সেখানেই বাস থেকে পড়ুয়াদের নামিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয় বন্ধ সমর্থকেরা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সরব হন ওই স্কুলের শিক্ষকেরাও। নেপাল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন ভারতীয়রা। পরিস্থিতি সামাল দিতে গত কাল রাতেই নেপালের বাহরাইচ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা একটি বৈঠক করেন। বাসে আগুন লাগানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে নেপাল সরকারের তরফে জানানো হয়।