Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খতম লকভির ভাইপো

কাশ্মীরে এক জঙ্গি দমন অভিযানে লস্কর নেতা জাকিউর রহমান লকভির ভাইপো নিহত হয়েছে বলে দাবি পুলিশের। লকভি ২০০৮-এর মুম্বই হামলার অন্যতম চক্রী। বন্দিপোরার এসএসপি শেখ জুলফিকার জানান, প্যারে মহল্লা এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় পুলিশ। অভিযানে নামে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের বাহিনী।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০২:৫৯
Share: Save:

কাশ্মীরে এক জঙ্গি দমন অভিযানে লস্কর নেতা জাকিউর রহমান লকভির ভাইপো নিহত হয়েছে বলে দাবি পুলিশের। লকভি ২০০৮-এর মুম্বই হামলার অন্যতম চক্রী। বন্দিপোরার এসএসপি শেখ জুলফিকার জানান, প্যারে মহল্লা এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় পুলিশ। অভিযানে নামে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের বাহিনী। এলাকায় পৌঁছতেই জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি। আহত হন এক পুলিশকর্মীও।

জুলফিকারের দাবি, নিহত বছর তেইশের ওই জঙ্গিই জাকিরের ভাইপো। ২০১৫ সাল থেকে ওই এলাকায় সক্রিয় ছিল সে।

রাজ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, উরি ও হান্দোয়ারায় বাহিনীর উপরে হামলার পিছনে লস্করেরই হাত ছিল বলে ধারণা গোয়েন্দাদের। কয়েক মাসের মধ্যেই জঙ্গিরা ফের হামলা চালাতে পারে বলে মনে করছেন তাঁরা। এই পরিস্থিতিতে উপত্যকায় নিরাপত্তা জোরদার করতে চায় কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zakiur Rehman Lakhvi Lashkar-e-Taiba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE