দশ দিনে এক কোটি টাকার বিক্রির রেকর্ড! গত ২৪ জুন দিল্লির জনপথে হ্যান্ডলুম হাটে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ‘বাংলা আম মেলা’ শুরু হয়েছিল। আমের সঙ্গে বাংলার হস্তশিল্প, তাঁতের শাড়ি, জামাকাপড়ও বিক্রির আয়োজন হয়েছে। দশ দিনেই মোট বিক্রির পরিমাণ এক কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। দিল্লিতে রাজ্য সরকারের তথ্য উপঅধিকর্তা শাশ্বত দাঁ জানাচ্ছেন, প্রথম দশ দিনে প্রায় ২৯ লক্ষ টাকার আম বিক্রি হয়েছে। ৬৩ লক্ষ টাকার হস্তশিল্প, তাঁতের শাড়ি-জামা বিক্রি হয়েছে। প্রায় ১ লক্ষ টাকার খাবারদাবার বিক্রি হয়েছে।
মালদহ, মুর্শিদাবাদ ছাড়াও হুগলি, নদিয়া জেলা থেকে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, আম্রপালি, লক্ষ্মণভোগ-সহ নানা প্রজাতির আম এ বার আম মেলায় এসেছে। আম থেকে তৈরি নানা খাদ্যসামগ্রীও হাজির। দিল্লিতে নিযুক্ত মহারাষ্ট্রের রেসিডেন্ট কমিশনার বিমলা আর বাংলার আম মেলায় ঘুরে মুগ্ধ হয়ে বলেছেন, এটা প্রদর্শনী নয়, ‘টাইম, টেস্ট, ট্র্যাডিশন’-এর মধ্যে দিয়ে যাত্রা। কাঁথা সেলাই, সুতির শাড়ি, পটচিত্র হাতে নিয়ে দেখে, কেনাকাটা করে তিনি মেলায় লুচি, আলুর দমের স্বাদ উপভোগ করেছেন। রাজ্য সরকারের কর্তারা বলছেন, গত বছর বাংলা আম মেলায় প্রায় ৩৮ লক্ষ টাকার আম ও ১ কোটি টাকার বাংলার তাঁত ও হস্তশিল্প বিক্রি হয়েছিল। এ বার সেই রেকর্ড ভাঙতে পারে। কারণ ৮ জুলাই পর্যন্ত মেলা চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)