Advertisement
E-Paper

রায়বরেলীতে বেলাইন মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস, মৃত অন্তত ৭

মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেসের ন’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৮:৩৫
রায়বরেলীতে ট্রেন দুর্ঘটনা। ছবি: এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে নেওয়া

রায়বরেলীতে ট্রেন দুর্ঘটনা। ছবি: এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে নেওয়া

উত্তরপ্রদেশের রায়বরেলীতে বেলাইন হল মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস। প্রাণ হারালেন অন্ততপক্ষে সাত জন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪৫ জন। বুধবার ভোর ৬টা নাগাদ রায়বরেলীর কাছে দিল্লিগামী ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, মোট ন’টি বগি লাইনচ্যুত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

যে কামরাগুলি উল্টে পড়েছে, সেখানে বেশ কয়েকজন যাত্রীর আটকে পড়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। আহত ও নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, রায়বরেলীর হরচন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি-সহ রেলের পদস্থ কর্তারা। দুর্ঘটনার কারণে মাঝ পথে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রেলের তরফে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ভিড় মেট্রোয় যুবতীকে ঘিরে ধরে হেনস্থা-কটূক্তি, টালিগঞ্জে ধৃত ১০ যুবক

আরও পড়ুন: প্ল্যাটফর্মে শিক্ষিকাকে মার, বাঁচাল চার ছাত্রী

মালদহ টাউন ১৪০০৩ ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই এমারজেন্সি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে রেলের তরফে। দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে (মুঘলসরাই)-এর নম্বরগুলি হল বিএসএনএল- ০৫৪১২-২৫৪১৪৫, রেলওয়ে-০২৭৭৩৬৭৭। পটনা স্টেশনে এমারজেন্সি হেল্পলাইন নম্বর হল ০৬১২-২২০২২৯০, ০৬১২-২২০২২৯১, ০৬১২-২২০২২৯২, মালদহের হেল্পলাইন নম্বর ০৩৫১২২৬৬০০/২৬৯০৫৫।

Delhi New Farakka Uttar Pradesh Accident Railways Train Disaster মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস Malda Town Delhi Express New Farakka Express
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy