Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মদ রুখতে নয়া আইন নীতীশের

সহজে পিছু হটতে রাজি নন নীতীশ কুমার। এক দিন আগে বিহারে ‘মদ নিষেধ আইন’কে হাইকোর্ট বাতিল করে। আজ গাঁধী জয়ন্তীতে ‘বিহার রাজ্য মদ নিষেধ অধিনিয়ম, ২০১৬’ বলবৎ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০৩:৪১
Share: Save:

সহজে পিছু হটতে রাজি নন নীতীশ কুমার। এক দিন আগে বিহারে ‘মদ নিষেধ আইন’কে হাইকোর্ট বাতিল করে। আজ গাঁধী জয়ন্তীতে ‘বিহার রাজ্য মদ নিষেধ অধিনিয়ম, ২০১৬’ বলবৎ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার জেরে এ দিন থেকে ফের বিহার ‘শুখা রাজ্য’ হিসেবে পরিণত হল।

এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন আইন মঞ্জুর করা হয়েছে। বৈঠকে হাজির সমস্ত মন্ত্রী বিহারকে ‘মদ-মুক্ত’ করার শপথ নিয়েছেন। নতুন আইনে মদ পান, বিক্রি বা মজুত করলে আগের চেয়ে কঠিন সাজার ব্যবস্থা রাখা হয়েছে। পরিবারের কেউ মদ খেলে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে এই আইনে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সাংবাদিকদের নীতীশ বলেন, ‘‘মানুষ মদের পিছনে আগের মতো খরচ করতে আর রাজি নন।’’তিনি আরও জানান, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। ৩০ সেপ্টেম্বর পটনা হাইকোর্ট বিহার মদ নিষেধ ও আবগারি আইন ১৯১৫-র সংশোধনী বাতিল করে তাকে ‘সংবিধান-বিরুদ্ধ’ বলে অভিহিত করে। ফলে ৫ এপ্রিল রাজ্যে জারি হওয়া মদ নিষেধ আইন খারিজ হয়।

রাজ্য সরকারের বক্তব্য, মদ মুক্ত সমাজ তৈরির প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন তাঁরা। স্বাভাবিক ভাবেই আইন করে মদ বন্ধের ক্ষমতা তাঁদের হাতে রয়েছে। নীতীশ কুমার বলেন, ‘‘হাইকোর্টের সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে। তবে সেই সিদ্ধান্ত শেষ কথা নয়। আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব।’’ গোটা বিষয়টিতে তিনি সহজে পিছু হটবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। মদ মুক্ত করার কাজে বিজেপি বাধা দিচ্ছে বলেও আক্রমণ করেন নীতীশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Bihar Liquor ban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE