Advertisement
০৯ মে ২০২৪

কোঝিকোড়ে নিপা-য় মৃত্যু আরও দু’জনের

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের দেহে নিপা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। কোথা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে, তা বার করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৩:২৩
Share: Save:

নিপা-আতঙ্কে এখনও সিঁটিয়ে কেরল। বাড়ছে মৃতের সংখ্যাও। নিপা-য় আক্রান্ত হয়ে কোঝিকোড়ে দু’জনের মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে এই মারণ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের দেহে নিপা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। কোথা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে, তা বার করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৯ মে থেকে কারাসারির বাসিন্দা অখিল নামে এক ব্যক্তির চিকিৎসা চলছিল কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত কাল রাতে মৃত্যু হয়েছে তাঁর। পাশাপাশি, নিপা-য় আক্রান্ত আরও দু’জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে।

আবার নিপা-য় আক্রান্ত বছর পঞ্চান্নর এক প্রৌঢ়ের চিকিৎসা চলছিল নেল্লিকোড়ের এক বেসরকারি হাসপাতালে। মধুসূদনন নামে ওই প্রৌঢ় কোঝিকোড় জেলা আদালতের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। গত কাল হাসপাতালেই মারা যান তিনি। এ ছাড়াও, নিপা-য় আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন প্রায় ১৩৫৩ জন মানুষ। তাঁদের উপরেও নজরদারি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nipah Virus Kerala Bats
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE