Advertisement
২১ মে ২০২৪

উন্নয়নের ছোঁয়া পায়নি নানডিসা

স্বাধীনতার সাত দশক পরেও উন্নয়নের আঁচ পৌঁছয়নি ডিমা হাসাওয়ের প্রত্যন্ত নানাডিসা গ্রামে। মাহুর থানা এলাকার নানাডিসায় ২৬টি পরিবারের বাস। চাষবাসই তাঁদের মূল জীবিকা। সেখানে কার্যত নেই চিকিৎসা কেন্দ্র, স্কুল, বিদ্যুৎ, পানীয় জলের পরিকাঠামো। নেই রাস্তাও।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:১৮
Share: Save:

স্বাধীনতার সাত দশক পরেও উন্নয়নের আঁচ পৌঁছয়নি ডিমা হাসাওয়ের প্রত্যন্ত নানাডিসা গ্রামে। মাহুর থানা এলাকার নানাডিসায় ২৬টি পরিবারের বাস। চাষবাসই তাঁদের মূল জীবিকা। সেখানে কার্যত নেই চিকিৎসা কেন্দ্র, স্কুল, বিদ্যুৎ, পানীয় জলের পরিকাঠামো। নেই রাস্তাও। গাড়িতে তা-ই সেই গ্রামের ধারেকাছেও পৌঁছনো যায় না। গ্রামে একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয় রয়েছে বটে, কিন্তু সেখানে নেই কোনও শিক্ষক! কেউ গুরুতর অসুস্থ হলে পিঠে নিয়ে পৌঁছতে হয় হাফলঙের সরকারি হাসপাতাল বা মাহুর স্বাস্থ্যকেন্দ্রে।

গ্রামবাসীরা জানান, মিটারগেজ লাইন থাকাকালীন মাইগ্রেনডিসা স্টেশনে গিয়ে ট্রেনে হাফলং বা মাহুরে যাতায়াত করতেন। ডিমা হাসাওয়ে ব্রডগেজ লাইন তৈরি হওয়ার পর শ’খানেক গ্রাম রেল পরিষেবা পাচ্ছেন না। মাইগ্রেনডিসা থেকে ‘ডাইভারশন’ করে ডিটেকছড়া পর্যন্ত হ্রজগেজ তৈরি হওয়ায় গ্রামগুলি এই পরিস্থিতির মুখে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE