সরকারি স্কুলে যথেচ্ছ ভাবে মোবাইল ফোন ব্যবহারে রাশ টানল হরিয়ানা সরকার। এ বার থেকে মোবাইল ফোন নিয়ে ক্লাস রুমে ঢুকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
স্কুলপড়ুয়াদের পড়াশোনার কাজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অবশ্য ছাড়পত্র মিলেছে। একমাত্র তখনই এই নিয়ম শিথিল করা হবে। সে ক্ষেত্রে আগে থেকে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে সেই শিক্ষককে।
আরও পড়ুন
এ বার গোরক্ষকদের হামলা নীতীশের বিহারে, গণপিটুনির শিকার ৩
এ দিন একটি সরকারি বিবৃতিতে এই নিয়মের কথা জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। ক্লাসে ঢোকার আগে নিজের মোবাইল ফোনটি স্টাফ রুমে বা স্কুলের একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। তবে আপৎকালীন ভিত্তিতে মোবাইল ব্যবহার করার প্রয়োজন হলে স্কুলপ্রধান বা ওই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি— এই দু’টি নম্বর ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
আরও পড়ুন
সন্দেশখালি গেলেন লকেট, ফিরতে হল বিক্ষোভের মুখে
ক্লাস রুমের পাশাপাশি স্কুল চত্বরেও মোবাইল ব্যবহারে নিয়মনীতি তৈরি করে দিয়েছে সরকার। মোবাইল ব্যবহার করতে হলে তা করতে হবে ক্লাস রুমের থেকে দূরে। যাতে পড়ুয়াদের মনোসংযোগে ব্যাঘাত না ঘটে। এই নিয়মগুলি সঠিক ভাবে মেনে চলা হচ্ছে কি না তা দেখার জন্য স্কুল পরিদর্শন করা হবে। নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়বেন স্কুলের প্রধান।