Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jitin Prasad

‘জনগণের সহায়তা করতে না পারলে দলে থাকার অর্থ নেই’, বিজেপিতে এসেই কংগ্রেসকে তোপ জিতিনের

বুধবার দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে পীযূষ গয়ালের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন জিতিন।

জিতিন প্রসাদ

জিতিন প্রসাদ ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:৪৪
Share: Save:

বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। তিনি বলেন, ‘‘আপনি জনগণের সহায়তা করতে না পারলে কোনও দলে থাকার অর্থ নেই।’’ বুধবার দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি-র সদর দফতরে গিয়ে পীযূষ গয়ালের উপস্থিতিতে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন জিতিন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমরা তিন প্রজন্ম ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক চিন্তাভাবনার পর বিজেপিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি মানুষকে কোনও সাহায্য করতে না পারেন এবং তাঁদের স্বার্থ রক্ষা করতে না পারেন, তবে দলে থাকার কী দরকার? আমি এটা বুঝেছি যে, আমি কংগ্রেসে থেকে মানুষের কাজ করতে পারব না।’’

জিতিনের দাবি, ‘‘দেশে যদি এমন একটি দল থাকে যারা জাতীয় স্বার্থে কথা বলে, তবে সেটা হল বিজেপি। এই কঠিন সময়ে যদি কেউ দেশ ও জনগণের পাশে থাকেন, তবে সেটা হল বিজেপি এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী। অন্যরা আঞ্চলিক দল হয়ে গিয়েছে।’’ জিতিন বলেন, ‘‘আমি শুনেছি, এই দশক ভারতের জন্য দারুণ দশক হবে। প্রধানমন্ত্রী মোদী এই দেশের সেবায় কঠোর পরিশ্রম করছেন। আমরা (কংগ্রেস) চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং জনসাধারণ কংগ্রেসের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নতুন ভারত গঠনে আমি যাতে প্রতিনিধিত্ব করতে পারি, তার জন্য অপেক্ষা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Congress AICC Jitin Prasad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE