Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

উত্সবের নামে উপদ্রব নয়, শপথের আগেই নির্দেশ আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হতেই কড়া হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ। শপথ নেওয়ার আগেই শনিবার রাতে নিজের বাড়িতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক বৈঠকে তিনি বলেন, “উত্সবের নামে রাজ্যে যেন কোনও উপদ্রব না হয়।”

যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত।

যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১১:৫৪
Share: Save:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হতেই কড়া হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ। শপথ নেওয়ার আগেই শনিবার রাতে নিজের বাড়িতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক বৈঠকে তিনি বলেন, “উত্সবের নামে রাজ্যে যেন কোনও উপদ্রব না হয়।”

উত্তরপ্রদেশে যে সব এজেন্ডা নিয়ে বিজেপি ভোটের প্রচার করেছিল, তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের শাসনব্যবস্থা। ক্ষমতায় এলে রাজ্যে সুশাসন ফিরিয়ে আনার দাবিও করেছে দল। মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েই প্রাশাসনিক আধিকারিকদের সুশাসনের বিষয়টি মনে করিয়ে দেন আদিত্যনাথ।

আরও পড়ুন: রামরাজ্যে যোগীরাজ, উত্তরপ্রদেশে আজ শপথ নেবেন আদিত্যনাথ

দলের বিপুল জয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকরা উত্সব পালন করবেন। সেই উত্সব যাতে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত না হয় সে দিকটা নজর রাখতে বলেছেন আদিত্যনাথ। আর যদি কোথাও কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তা হলে প্রশাসন যাতে কড়া পদক্ষেপ করতে পিছপা না হয় বৈঠকে প্রশাসননিক আধিকারিকদের সেটাও মনে করিয়ে দেন তিনি।


মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হওয়ার পর আদিত্যনাথ।

বৈঠকে বরেলির একটা ঘটনার উল্লেখ করে আদিত্যনাথ জানান, এ ধরনের ঘটনা যাতে পুনরায় না হয় সেটার দিকেও নজর দিতে হবে প্রশাসনকে। কোনও উত্তেজনা সৃষ্টি হলে তাকে কড়া হাতে দমন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE