Advertisement
০৭ মে ২০২৪

মোগলির জঙ্গলে বাঘ সাফারি নয়

মোগলির জঙ্গলে বাঘেদের নিরাপত্তা প্রশ্নের মুখে! সেই আশঙ্কায় ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক বিধি-নিষেধ লঙ্ঘন করার অভিযোগে মধ্যপ্রদেশ সরকারকে পেঞ্চ জাতীয় উদ্যানে বাঘের সাফারি আয়োজন বন্ধ করার নির্দেশ দিল ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ(সিজে়ডএ)।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৪:২১
Share: Save:

মোগলির জঙ্গলে বাঘেদের নিরাপত্তা প্রশ্নের মুখে! সেই আশঙ্কায় ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক বিধি-নিষেধ লঙ্ঘন করার অভিযোগে মধ্যপ্রদেশ সরকারকে পেঞ্চ জাতীয় উদ্যানে বাঘের সাফারি আয়োজন বন্ধ করার নির্দেশ দিল ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ(সিজে়ডএ)।

বন্যপ্রাণ সমাজকর্মীদের অভিযোগ, মধ্যপ্রদেশের পেঞ্চ ও বান্ধবগড় জাতীয় উদ্যানে বাঘের সাফারি করায় আদতে ক্ষতি হচ্ছে বাঘেদের। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করে সিজেডএ। সিজেডএ কর্তৃপক্ষ জানান, সংশ্লিষ্ট দু’টি জাতীয় উদ্যানে সাফারি করার অনুমতি নেওয়া হয়নি। এর আগে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষেরও (এনটিসিএ) একই অভিযোগ ছিল পেঞ্চ ও বান্ধবগড় জাতীয় উদ্যানের বিরুদ্ধে। রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে এনটিসিএ সতর্ক করেছিল, পেঞ্চে সাফারি করায় বেআইনি ভাবে বাঘ শিকারের সম্ভাবনা বাড়ছে। তবে আজকের সিদ্ধান্তে
সন্তোষ প্রকাশ করেছেন বন্যপ্রাণী সমাজকর্মী মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tiger safar Mowgli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE