শীতের আমেজ থেকে আপাতত বঞ্চিত হচ্ছেন না রাজ্যবাসী। বুধবার দার্জিলিঙের তাপমাত্রা নেমেছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে। সেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায়ও স্বাভাবিকের থেকে কিছু কম ছিল তাপমাত্রা। উত্তরে থাকবে কুয়াশার দাপট।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন রাজ্যের কোথাও রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ।
উত্তরবঙ্গের পাহাড় এবং সেই সংলগ্ন জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। সে ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও থাকছে। বাকি চার জেলায় তেমন কুয়াশা থাকবে না।
নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। তবে এখন পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার গতি অবাধ। সাগরে নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্তও তৈরি হয়নি। ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই।