রাফাল দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে সুর চড়ালেন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হ্যালের কর্মীরাও। দিল্লিতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে আজ তাঁরা রাজধানীতে সাংবাদিক সম্মেলন করলেন।
কিছু দিন আগে তথ্য ও পরিসংখ্যান দিয়ে রাহুল অভিযোগ করেছিলেন, অনিল অম্বানীকে সাহায্য করার জন্য হ্যাল বন্ধ করার চক্রান্ত করছেন প্রধানমন্ত্রী। আজ একই সুরে দিল্লিতে সরব হ্যাল-এর কর্মীদের অভিযোগ, রাফাল তৈরি করতে তারা সক্ষম ছিলেন। এখনও অফসেটের বদলে প্রযুক্তি হস্তান্তর করে রাফাল বানাতে চান তাঁরা। অনিল অম্বানীর বিমান তৈরির যোগ্যতাই নেই। হ্যাল তার থেকে ঢের অভিজ্ঞ।
হ্যাল-এর কর্মী সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেণুকা, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কে সতীশ আজ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী হ্যালে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে উল্টে ১১ হাজার কোটি টাকা কেড়ে নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এখনও হ্যালের একটি কারখানাও ঘুরে দেখেননি। সংসদে সম্প্রতি যত টাকা দেওয়ার দাবি করেছেন, সেটিও বিভ্রান্তিকর। তাঁদের দাবি, একটিও রাফাল হাতে না পেয়ে দাসোকে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। কিন্তু হ্যাল বিমান তৈরি করে দিয়েও ১৪ হাজার কোটি টাকা পায়নি। হ্যাল ১৯ হাজার কোটি টাকা চেয়েছে সরকারের থেকে, পেয়েছে মাত্র সাড়ে ৬ হাজার কোটি টাকা। যে কারণে কর্মীদের মাইনে দিতে টাকা ধার করতে হয়েছে।