Advertisement
০৯ ডিসেম্বর ২০২৩
National news

আইকিডো, ব্রাজিলিয়ান মার্শল আর্টস, তলোয়ার যুদ্ধও জানেন রাহুল!

রাহুল গাঁধী শুধু ব্ল্যাক বেল্টই নয়, ব্রাজিলিয়ান জুজুত্‌সু এবং তলোয়ার যুদ্ধেও সমান পারদর্শী। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এ কথা জানান পরিতোষ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১২:১৪
Share: Save:

শুধু জাপান নয়, ব্রাজিলিয়ান মার্শাল আর্টসেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রাহুল গাঁধী! তলোয়ার যুদ্ধেও কুপোকাত করতে পারেন প্রতিপক্ষকে!

নয়াদিল্লিতে স্পোর্টস ডেভেলপমেন্টের এক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রাহুল জানান যে তিনি আইকিডোতে ব্ল্যাক বেল্ট। ভারতীয় রাজনীতির ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর এই গুণটির কথা বেশিরভাগেরই অজানা ছিল। বক্সার বিজেন্দ্র সিংহের এক প্রশ্নের জবাবে রাহুল ব্ল্যাক বেল্ট জানার পর তাই অবাক অনেকেই। রাহুল ভক্তদের আরও অবাক করে দিলেন তাঁর আইকিডো কোচ পরিতোষ কর।

আরও পড়ুন: সেনার রাহুল-স্তুতি, ফডণবীসের পাল্টা

রাহুল গাঁধী শুধু ব্ল্যাক বেল্টই নয়, ব্রাজিলিয়ান জুজুত্‌সু এবং তলোয়ার যুদ্ধেও সমান পারদর্শী। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এ কথা জানান পরিতোষ।

ওই সাক্ষাৎকারে রাহুল গাঁধীর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। রাহুল গাঁধীর সঙ্গে পরিচয়, প্রশিক্ষণ দেওয়া এবং তার পর ক্রমশ ইচ্ছাশক্তির জোরে কী ভাবে রাহুল ব্ল্যাক বেল্ট হলেন তা শেয়ার করেন কোচ পরিতোষ।

তিনি জানান, ২০০৯ সালে রাহুল গাঁধীর সঙ্গে পরিচয় তাঁর। রাহুল তাঁর আরও দুই বন্ধুর সঙ্গে রোজ প্র্যাকটিস করতে আসতেন। রাহুলের প্র্যাকটিস দেখতে মাঝে মধ্যে এসে হাজির হতেন মা সনিয়া এবং প্রিয়ঙ্কা গাঁধীও। ২০১৩ সালে ব্ল্যাক বেল্ট হন রাহুল। এর জন্য জাপান থেকে ভারতে আসা এক আইকিডো মাস্টারের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল তাঁকে। তিনি আরও জানান, শুধু আইকিডোতে ব্ল্যাক বেল্ট হয়েই থেমে যাননি তিনি। এর পর মার্শাল আর্টসে হাত পাকাতে জাপানে চলে যান রাহুল। জাপান হেডকোয়ার্টারে ১০ দিন থেকে মার্শাল আর্টস-এ আরও প্রশিক্ষণ নেন।

শুধু তাই নয়, স্পোর্টস প্রেমী রাহুল লন্ডন থেকে ব্রাজিলিয়ান জুজুত্‌সুও শেখেন। তলোয়ার যুদ্ধেও প্রশিক্ষণ নেন, জানান কোচ পরিতোষ। তবে এটাও জানান, নিজের ফিটনেস নিয়ে ভীষণ ভাবে সচেতন রাহুল গত তিন-চার মাস ধরে শরীরচর্চা করতে পারছেন না। গত তিন মাস ধরে যে তিনি বিভিন্ন কারণে শরীরচর্চা করতে পারছেন না, নয়াদিল্লির অনুষ্ঠানে রাহুলও একথা জানিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE