Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

মোদীর মুখোশ পরে ওড়ালেন কোটি টাকা

বিহার বা উত্তরপ্রদেশের কোনও মঞ্চে স্বল্পবসনা বারবালার নাচ নয়, নিতান্তই ভজন সন্ধ্যা! তাতেও বৃষ্টির মতো ঝরে পড়ল টাকা। একশো-দু’শো নয় টাকার অঙ্

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ০৯ জুন ২০১৮ ০৩:৪৬

বিহার বা উত্তরপ্রদেশের কোনও মঞ্চে স্বল্পবসনা বারবালার নাচ নয়, নিতান্তই ভজন সন্ধ্যা! তাতেও বৃষ্টির মতো ঝরে পড়ল টাকা। একশো-দু’শো নয় টাকার অঙ্ক নাকি কোটির কাছাকাছি।

গুজরাতের নভসারি ও ভাবনগর জেলার এমন দু’টি ভিডিও ফুটেজ সামনে আসতে শুধু বিজেপিই নয়, অস্বস্তিতে পড়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়ও। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে অনুষ্ঠানে হাজির ভাবনগরের বিজেপি বিধায়ক জিতুভাই ভাগনানি। দ্বিতীয় ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে বেশ কিছু লোক টাকা ওড়াচ্ছেন। কখনও গায়কের সামনে, কখনও তাঁর মাথার উপরে, কখনও তাঁর হারমোনিয়ামে, কখনও তাঁর সহশিল্পীদের উপর টাকা ওড়াতে কার্পণ্য করেননি মুগ্ধ শ্রোতারা। রাতভর চলেছে ওই অনুষ্ঠান।

Advertisement

আরও পড়ুন

Advertisement