Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

শুধু বিড়াল, কুকুর কেন? মুম্বইয়ে থাকলে এখন পুষতে পারেন বাঘ, সিংহও!

পোষ্য ভালবাসেন? বাড়ির পোষ্যর সঙ্গেই কেটে যায় বেশির ভাগ অবসর সময়? চিকিৎসকরা কিন্তু বলেন, পোষ্য মন ভাল রাখতে সাহায্য করে। একা সন্তানদের মানসিক বিকাশের জন্যও পোষ্য বাড়িতে রাখা ভাল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১২:৩৩
Share: Save:

পোষ্য ভালবাসেন? বাড়ির পোষ্যর সঙ্গেই কেটে যায় বেশির ভাগ অবসর সময়? চিকিৎসকরা কিন্তু বলেন, পোষ্য মন ভাল রাখতে সাহায্য করে। একা সন্তানদের মানসিক বিকাশের জন্যও পোষ্য বাড়িতে রাখা ভাল। বিড়াল, কুকুর, পাখি তো অনেকেই পোষেন। একটু হটকে হতে চাইলে এ বার পুষতে পারেন বাঘ, লেপার্ড, সিংহও!

তবে হ্যাঁ। যদি ভেবে থাকেন বাড়ির দরজার সামনে পাহারা দেবে লেপার্ড, বাঘ বা আপনার কোলে শুয়ে ঘুমিয়ে পড়বে হরিণ শিশু— তা হলে আগেই বলে নেওয়া ভাল এই পোষ্যরা কিন্তু আপনার বাড়িতে থাকবে না।

আরও পড়ুন: ভারতে কত টাকায় পাওয়া যাবে নোকিয়া ৩৩১০?

• ন্যূনতম এক বছরের জন্য দত্তক নিতে হবে।

• পশু দত্তকের জন্য দেওয়া টাকা ফেরতযোগ্য নয়।

• পুরো টাকাটাই ডিমান্ড ড্রাফ্টে দিতে হবে।

• দত্তক নেওয়ার পর ওই পশুটির খাঁচার বাইরে তার মালিকের নাম লেখা থাকবে।

• দত্তক নেওয়া পোষ্যকে সপ্তাহে একবার দেখতে যেতে পারবেন মালিক। এক্ষেত্রে তাঁকে টিকিটের টাকা দিতে হবে না।

• দত্তক নেওয়ার পরেও পোষ্যের ডায়েট, ওষুধ, খাঁচা সম্বন্ধে কোনও মতামত দিতে পারবেন না মালিক।

কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় পশুদের দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। এ বার সেই একই পথে হাঁটল মুম্বইয়ের সঞ্জয় গাঁধী জাতীয় উদ্যানও (এসজিএনপি)। পোষ্য দত্তক নেওয়ার জন্য প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত হয়েছে আলাদা আলাদা দামও। যে কেউ চাইলেই জাতীয় উদ্যানের নিয়ম মেনে দত্তক নিতে পারেন পছন্দের পোষ্য। যুবসেনা প্রধান আদিত্য ঠাকরে এবং তাঁর ভাই তেজস ঠাকরে পাঁচ বছরের একটি বাঘ ও একটি রাস্টি স্পটেড বিড়াল দত্তক নিয়েছেন। সম্প্রতি এসজিএনপি থেকে একটি সাত বছরের পুরুষ লেপার্ড দত্তক নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে।

কোন পশুর কত দাম?

• সিংহ

• সাদা বাঘ

• বাঘ

• লেপার্ড

• রাস্টি স্পটেড বিড়াল

• স্পটেড হরিণ

• নীলগাই

• বার্কিং ডিয়ার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Gandhi National Park Adoptation Zoo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE