করোনা-কার্ফু না মেনে বাড়ির বাইরে যাওয়ায় উত্তরপ্রদেশের উন্নাওয়ে ১৭ বছরের এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হলেও পরে বরখাস্ত করা হয়েছে এক হোমগার্ডকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার। উন্নাওয়ের বাঙ্গরমাউ শহরের ভাটপুরী এলাকায়। পরিবার সূত্রে খবর, করোনা-কার্ফু চলাকালীন দুপুর ৩টে নাগাদ নিজের বাড়ির বাইরে আনাজ বেচছিল মহম্মদ ফয়জ়ল নামে ওই কিশোর। সেই সময়ে পুলিশ এসে প্রথমে তাকে লাঠি দিয়ে মারে। এর পরে তুলে স্থানীয় থানায় নিয়ে যায়।
অভিযোগ, থানায় ভয়াবহ মারধর করায় ওই কিশোরের অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। ওই কিশোরকে তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।