Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হিমশিম ডিমা হাসাও

জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তোলার সময়সীমা ৩১ জুলাই। কিন্তু এখনও পর্যন্ত ডিমা হাসাও জেলায় মাত্র ৮ শতাংশ আবেদনপত্র জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পাহাড়ি জেলার দু’লক্ষ জনসংখ্যার মধ্যে ১৬ হাজার মানুষ জেলার ২৮টি এনআরসি সেবাকেন্দ্রে ফর্ম জমা দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০৩:০৯
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তোলার সময়সীমা ৩১ জুলাই। কিন্তু এখনও পর্যন্ত ডিমা হাসাও জেলায় মাত্র ৮ শতাংশ আবেদনপত্র জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পাহাড়ি জেলার দু’লক্ষ জনসংখ্যার মধ্যে ১৬ হাজার মানুষ জেলার ২৮টি এনআরসি সেবাকেন্দ্রে ফর্ম জমা দিয়েছেন। অভিযোগ, এখনও অনেকের হাতে নাগরিক পঞ্জিতে নাম তোলার আবেদনপত্রই পৌঁছয়নি। আশঙ্কা ছড়িয়েছে, এই পরিস্থিতিতে ৩১ জুলাইয়ের মধ্যে ফর্ম জমা দিতে না পারলে এনআরসি তালিকায় নাম উঠবে কি না। কারণ, ৩১ জুলাই নাগরিক পঞ্জির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে। এনআরসি স্টেট কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা বলছেন, ‘‘বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ওই পক্রিয়া শেষ হবে।’’ বাসিন্দাদের বক্তব্য, এনআরসি সেবাকেন্দ্রগুলিতে প্রতি দিন ১০টির বেশি আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে না। সেবাকেন্দ্রগুলিতে কর্মীরও অভাব রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC dima hasao karimganj haflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE