Advertisement
০৭ মে ২০২৪

বাজেট অধিবেশনে হট্টগোল, ৭ মিনিট ভাষণ রাজ্যপালের

বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের ভাষণ শেষ হল ৭ মিনিটে! আজ সর্বানন্দ সোনোয়াল সরকারের সুশাসন এবং মহাপুরুষদের আদর্শ মেনে প্রশাসন পরিচালনার উল্লেখ করেন রাজ্যপাল।

বিধানসভায় রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং ডেপুটি স্পিকার দিলীপ পাল। নিজস্ব চিত্র

বিধানসভায় রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং ডেপুটি স্পিকার দিলীপ পাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:২৩
Share: Save:

বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের ভাষণ শেষ হল ৭ মিনিটে! আজ সর্বানন্দ সোনোয়াল সরকারের সুশাসন এবং মহাপুরুষদের আদর্শ মেনে প্রশাসন পরিচালনার উল্লেখ করেন রাজ্যপাল। তার প্রতিবাদ জানায় ইউডিএফ, কংগ্রেস। হই-হট্টগোল চলতেই তাকে। তার জেরে ৭৭-পাতার ভাষণের মধ্যে মাত্র দু’পাতা পড়েই বক্তৃতা শেষ করেন বনোয়ারিলাল।

রাজ্যপাল তাঁর ভাষণে অসম চুক্তির পূর্ণ রূপায়ণ, চুক্তির ৬ নম্বর দফার অধীনে অসমীয়দের সাংবিধানিক, ন্যায়িক, সামাজিক ও সাংস্কৃতিক রক্ষাকবচ দান, ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করা ও নির্ভুল নাগরিকপঞ্জি তৈরির উপরে জোর দেন। তিনি জানান, নাগরিকপঞ্জি নবীকরণের জন্য জমা পড়া ৬৮ লক্ষ ২ হাজার আবেদনপত্রের মধ্যে ৯৭ শতাংশ আবেদনপত্রের ক্ষেত্রভিত্তিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তিন লক্ষ ৫৫ হাজার নথি যাচাইয়ের জন্য ভিন্‌রাজ্যে পাঠানো হয়েছে।

রাজ্যপাল আরও জানান, চলতি বছর সরকার কৃষকদের থেকে এক লক্ষ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ই-রিকশার মাধ্যমে বিভিন্ন স্থানে চালু হবে ‘ভ্রাম্যমাণ আমার দোকান।’ তা ছাড়া, উত্তর ও দক্ষিণ গুয়াহাটির সংযোগকারী রোপওয়ের কাজ ২০১৭ সালের জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করা হবে। গুয়াহাটিকে কৃত্রিম বন্যা রুখতে নুনমাটি বেসিন পাকা নালা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। নেওয়া হচ্ছে আরও কিছু প্রকল্প। রাজ্যের ৩৯টি সত্র ও দু’টি প্রত্নস্থলের উন্নয়নে ২৯০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। অভ্যন্তরীণ জল পরিবহন দফতর কিনছে জিপিএস থাকা ১৫টি যাত্রী ভেসেল। গড়া হবে ১৫টি স্টিল ফ্লোটিং টার্মিনাল। রাজ্যের ১ হাজার ৪০০টি কাঠের সেতু পাকা করা হবে।

রাজ্যপালের ভাষণে জানানো হয়, অবৈধ মদ বিক্রি রুখতে ও বিষ মদ আটকাতে সরকারি উদ্যোগেই দেশীয় সুরা প্রস্তুতি ও বিক্রির পরিকাঠামো তৈরি হবে। নেওয়া হবে ‘দেশীয় সুরা নীতি।’ শিশুশ্রম রুখতে ২৭টি জেলায় টাস্ক ফোর্স গড়া হয়েছে। চলতি বছরের মধ্যে মাজুলির ১০০ শতাংশ গ্রামকে ওয়াই-ফাই হটস্পটের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন রাজ্যপাল। তৈরি হবে সাতটি নতুন ব্লাড ব্যাঙ্ক, পাঁচটি মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে উন্নীত হবে। শিলচর, ডিফু, কোকরাঝাড়, পানেরি ও মাজবাটে পাঁচটি নতুন আদর্শ হাসপাতাল গড়া হবে। চারটি মেডিক্যাল কলেজ গড়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র। মাজুলি ও দুধনৈতে ৫০ শয্যার আয়ুর্বেদিক হাসপাতালের কাজ শীঘ্র শুরু হবে। মুসৌরির আইএএস আকাডেমির ধাঁচে উমরাংশুর লবাঙে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে রাজ্য। এ দিন বিধানসভার স্পিকার হলেন হিতেন্দ্রনাথ গোস্বামী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। হিতেন্দ্রনাথ সকলের সাহায্য চান। তিনি জানান, বিধানসভায় নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE