Advertisement
E-Paper

উপরাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করবে বিরোধী শিবির? সোমবার বৈঠকে বসতে পারে ‘ইন্ডিয়া’

বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ ইতিমধ্যে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে তারা। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২৩:২৩
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।

জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে সোমবার আলোচনায় বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ১৫মিনিট নাগাদ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের দফতরে ওই বৈঠক শুরু হবে। বৈঠকে বিরোধী জোটের বিভিন্ন নেতারা উপস্থিত থাকবেন বলে দাবি ওই সূত্রের। বিরোধী শিবির থেকে কাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে বৈঠকে।

বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ ইতিমধ্যে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে তারা। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ঘটনাচক্রে, ওই ঘোষণার পরেই পিটিআই সূত্রে জানা যায়, সোমবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসছেন বিরোধী জোটের নেতারা। তবে ওই বৈঠকে বিরোধী শিবিরের কে কে উপস্থিত থাকবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক দল শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র সাংসদ সঞ্জয় রাউত ইতিমধ্যে রাধাকৃষ্ণণের প্রশংসা করেছেন। রাধাকৃষ্ণণকে শুভেচ্ছা জানিয়েছেন রাউত। সাংসদের বক্তব্য, রাধাকৃষ্ণণ এক জন সুব্যক্তিত্বের অধিকারী। তাঁর কথায়, রাধাকৃষ্ণণ এমন এক জন ব্যক্তি, যাঁকে ঘিরে কোনও বিতর্ক নেই। মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণের কর্মজীবনে বিস্তর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন রাউত।

রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সংসদীয় বোর্ডের বৈঠক ছিল। ওই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দলের সদর দফতরে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন নড্ডা। এনডিএ-র অন্য শরিক দলগুলিও এতে সমর্থন জানিয়েছে। বিজেপির প্রস্তাবিত নামে বিরোধী শিবিরকেও সমর্থন জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এই আবহে সোমবার বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। প্রাথমিক ভাবে বিরোধী জোট জানিয়েছিল, তারা যৌথ ভাবে ‘অরাজনৈতিক’ কোনও মুখকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নিতে পারে। যদিও গত সপ্তাহের শেষে এনসিপি নেতা শরদ পওয়ার জানিয়েছিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় তখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। তিনি বলেছিলেন, ‘‘এখনও এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি।’’ এ অবস্থায় সোমবারের বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই স্বাস্থ্য সংক্রান্ত কারণে গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ধনখড়। কেন তিনি হঠাৎ ইস্তফা দিলেন, তাঁর শারীরিক সমস্যা কতটা গুরুতর, তা নিয়ে বিস্তর প্রশ্নও উঠেছিল। এরই মধ্যে পরের দিনই তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়ে যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনও ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই পদে নির্বাচন হবে। জগদীপ ধনখড়ের উত্তরসূরির নাম আনুষ্ঠানিক ভাবে ওই দিনই জানানো হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ অগস্ট।

Opposition Party Mallikarjun Kharge Vice President Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy